কলকাতা: দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সিবিআইয়ের জালে ধরা পড়েছেন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। গত ৯ আগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর সেই মামলার তদন্ত শুরু করে সিবিআই। তদন্ত শুরু করার পর দীর্ঘ কয়েক দিন ধরে জিজ্ঞাসাবাদের পর সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয় দুর্নীতি মামলায়।
দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই তার নামে বেনামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলছে বিভিন্ন জায়গায়। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে খোঁজ মিলেছে কয়েকশো বিঘা জমি ঘিরে থাকা সঙ্গীতাসন্দীপ ভিলার। তবে সঙ্গীতাসন্দীপ ভিলাকে অতীত করে এবার আরও নতুন নতুন সম্পত্তির খোঁজ মিলছে সন্দীপ ঘোষের (New Property of Sandip Ghosh)।
সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর একদিকে যেমন ক্যানিংয়ে বিপুল টাকার ভিলার খোঁজ পাওয়া গিয়েছে, ঠিক সেই রকমই বেলেঘাটায় দুটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। আর এবার তার নামে নিউটাউনের কাছাকাছি হাতিয়ারার নোয়াপাড়া মল্লিক বাগানে তিন তলা একটি বাড়ির খোঁজ পাওয়া গিয়েছে। এই বাড়িতে থাকতেন সন্দীপ ঘোষের বাবা-মা। তবে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর নাকি তারা শিলিগুড়িতে মেয়ের কাছে রয়েছেন।
নতুন যে তিন তলা বিলাসবহুল বাড়িটির খোঁজ পাওয়া গিয়েছে তার নাম ঘোষ ভিলা। এই বাড়িতে সম্প্রতি একটি লিফট লাগানো হয়েছে বলেও জানা যাচ্ছে। এখানে মাঝে মাঝেই নতুন নতুন গাড়িতে চড়ে সন্দীপ ঘোষ আসছেন বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্দীপ ঘোষের বাবা মায়ের দারুণ ঔদ্ধত্য। এলাকার কারো সঙ্গে মিশতেন না। এমনকি চাঁদা চাইতে গেলে দোতলা থেকে ছুঁড়ে দিতেন।
আর জি কর কাণ্ডের পর দুর্নীতি মামলায় নাম জড়াতেই সন্দীপ ঘোষের নামে বিভিন্ন জায়গায় সম্পত্তির খোঁজ মিলছে। বাড়ি, ফার্ম হাউসের মতো সম্পত্তির হাদিসের পাশাপাশি ফ্ল্যাট, গাড়ি বহু কিছুর খোঁজ পাওয়া যাচ্ছে। সম্প্রতি নিয়ে একটি এসইউভি গাড়ি কিনেছেন বলেও জানা গিয়েছে।