নিজস্ব প্রতিবেদন : কাজের তাগিদে হোক অথবা ঘুরতে যাওয়া, অথবা চিকিৎসা ইত্যাদির জন্য প্রতিদিনই পশ্চিমবঙ্গ থেকে দিল্লি অথবা দিল্লি থেকে পশ্চিমবঙ্গ যাত্রীরা যাতায়াত করে থাকেন। দূরপাল্লার এই রুটে যাতায়াত করার ক্ষেত্রে অধিকাংশ যাত্রীরাই ট্রেনের (Train) ওপর নির্ভরশীল থাকেন। যে কারণে যাত্রীদের এই চাহিদার কথা ও বার বার খেয়াল রাখতে দেখা যায় ভারতীয় রেলকে (Indian Railways)।
সম্প্রতি হোলি সহ বিভিন্ন উৎসবের কারণে ট্রেনের টিকিটের ক্রাইসিস বেড়ে গিয়েছে। প্রয়োজন থাকলেও অনেকে বিভিন্ন রুটে যাওয়ার জন্য ট্রেনের টিকিট পাচ্ছেন না। এরকম অনেক যাত্রী রয়েছেন যারা পশ্চিমবঙ্গ থেকে দিল্লি অথবা দিল্লি থেকে পশ্চিমবঙ্গ যাতায়াত করার জন্য টিকিট খুঁজে বেড়াচ্ছেন। এবার সেই সকল যাত্রীদের জন্য ভারতীয় রেলের তরফ থেকে সুখবর দিয়ে একাধিক স্পেশাল ট্রেন চালানোর প্রক্রিয়া বজায় রাখা হলো।
পূর্ব রেলের তরফ থেকে যাতে যাত্রীরা নিউ দিল্লি পর্যন্ত যাতায়াত করতে পারেন তার জন্য মালদা টাউন থেকে নিউ দিল্লি, আনন্দবিহার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৩১ মার্চ থেকে এই স্পেশাল ট্রিপ শুরু হয়েছে। রেলের তরফ থেকে দিল্লি পর্যন্ত স্পেশাল ট্রেন চালানোর ফলে যারা যাতায়াতের জন্য টিকিট পাচ্ছিলেন না তাদের অনেক সুবিধা হবে।
আরও পড়ুন ? Vande Bharat Sleeper: কোন কোন রুটে চলবে বন্দে ভারত স্লিপার! সামনে এলো রেলের পরিকল্পনা!
০৩৪১৩ মালদা টাউন নিউ দিল্লি স্পেশাল ট্রেনটি গত ৩১ মার্চ নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ট্রেনটির পরবর্তী যে ট্রিপ রয়েছে সেগুলি হল ৪ ও ৭ এপ্রিল। এই ট্রেনটি সকাল ৭:১০ মিনিটে মালদা টাউন থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে এবং তৃতীয় দিনে সকাল ৭:৩০ মিনিটে নিউ দিল্লি পৌঁছাবে। অন্যদিকে ০৩৪১৪ ট্রেনটি নিউ দিল্লি থেকে ১, ৫ ও ৮ এপ্রিল মালদা টাউনের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটির রওনা দেওয়ার সূচি হল সকাল ১০ঃ৩০ মিনিট। ট্রেনটি তৃতীয় দিনে সকাল ৭:৫৫ মিনিটে মালদা টাউন পৌঁছাবে।
এছাড়াও ০৩৪৩৫ মালদা টাউন-আনন্দবিহার স্পেশাল ট্রেনটি আগামী ৮ এপ্রিল রওনা দেবে। ০৩৪৩৬ আনন্দবিহার-মালদা টাউন ট্রেনটি রওনা দেবে ৯ এপ্রিল। ০৩৪৮৩ ভাগলপুর-নতুন দিল্লি হোলি স্পেশাল আগামী ০২, ০৬ এপ্রিল ভাগলপুর থেকে ছাড়বে এবং ০৩৪৮৪ নতুন দিল্লি-ভাগলপুর হোলি স্পেশাল ০৩ ও ০৭ এপ্রিল নতুন দিল্লি থেকে ছাড়বে। সুতরাং এখনো পর্যন্ত যে সকল যাত্রীরা দিল্লি যাওয়া অথবা দিল্লি থেকে ফেরার জন্য টিকিট খুঁজছেন তারা এই সকল ট্রেনের টিকিট দেখতে পারেন।