নিজস্ব প্রতিবেদন : Driving licence সংক্রান্ত একাধিক বিষয় অনলাইনে এনে এই ব্যবস্থাকে সহজ থেকে সহজতর করা হলেও এবার নতুন লাইসেন্স পাওয়াটা আর সহজ হবে না। লাইসেন্স পেতে আরও কঠিন পরীক্ষা দিতে হবে বলে কেন্দ্রের তরফ থেকে জানানো হলো। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, নির্ভুলভাবে গাড়ি চালানোর যোগ্যতা প্রমাণের জন্য আরও কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই দেওয়া হবে লাইসেন্স।
বৃহস্পতিবার সংসদে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গড়করী এমনটাই জানিয়েছেন। তিনি জানিয়েছেন দেশের প্রতিটি আঞ্চলিক পরিবহন অফিসগুলি থেকে লাইসেন্স পাওয়ার জন্য লাইসেন্স পাওয়ার যোগ্য হিসেবে উত্তীর্ণ হওয়ার জন্য হার নির্ধারণ করা হয়েছে ৬৯ শতাংশ।
কোন কোন বিষয়ে দক্ষতা প্রমাণ করতে হবে?
দক্ষতার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, রিভার্স গিয়ারে গাড়িটি পিছনের দিকে চালানোর সময় ডানদিক বাঁদিক সীমিত জায়গার মধ্যে নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ইত্যাদি উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে অন্যতম মাপকাঠি। এর পাশাপাশি ড্রাইভিং পাওয়ার জন্য পরীক্ষার ট্র্যাকে বেসিক শারীরিক পরীক্ষাও দিতে হবে।
[aaroporuntag]
তবে আবেদনকারীদের কথা মাথায় রেখে আবেদন করার সময় আবেদনকারীদের একটি ভিডিও লিঙ্ক দেওয়া হবে যা দেখে আবেদনকারীরা নিজেদের প্রস্তুতি নিতে পারবেন। কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশজুড়ে বেড়ে চলা দুর্ঘটনার সংখ্যা কমানো এবং উপযুক্ত ব্যক্তির হাতেই ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়ার পদক্ষেপ হিসাবে।