Eastern Railway: যাত্রীদের বদ অভ্যাস, একটি স্টেশনেই সাড়ে ২২ লাখ টাকা কামিয়ে নিল পূর্ব রেল

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা: রেল পরিষেবা এমন এক পরিষেবা যা প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। যে কারণে বিপুলসংখ্যক মানুষের নির্ভরশীলতার কথা মাথায় রেখে রেল পরিষেবায় বিভিন্ন ধরনের মেনে চলতে হয়। এই সকল নিয়ম অমান্য করলেই রেল যাত্রীদের উপর জরিমানা চাপিয়ে থাকে।

Advertisements

রেলের যে সকল নিয়ম রয়েছে সেই সকল নিয়মের মধ্যে কিছু নিয়ম আবার যাত্রীদের অমান্য করতে দেখা যায় তাদের বদ অভ্যাসের কারণে। আর এই বদ অভ্যাসের কারণেই পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে কেবলমাত্র একটি স্টেশন থেকেই সাড়ে ২২ লাখ টাকা কামায় করে ফেলল। ভাবতে পারেন মানুষের বদ অভ্যাস রেলের হাতে তুলে দিলো সাড়ে ২২ লক্ষ টাকা।

Advertisements

পূর্ব রেল এমন বিপুল পরিমাণ অর্থ লক্ষ্মী লাভ করেছে শিয়ালদা স্টেশনে। এই বিপুল পরিমাণ অর্থ তাদের রোজগার করতে খুব বেশি যে সময় লেগেছে তা নয়। ২২ লক্ষ ৩৪ হাজার টাকা রোজগারের যে তথ্য পূর্ব রেল দিয়েছে তা তাদের পকেটে এসেছে কেবলমাত্র ৩৭ দিনে। এখন অনেকেই ভাবতে পারেন, কি কারণে রেল মাত্র ৩৭ দিনে এত এত টাকা নিজেদের পকেটে পুরতে সক্ষম হল।

Advertisements

আরও পড়ুন: Aadhaar Card New Rule: আধার কার্ড তৈরির নিয়মে বদল, এবার দিতেই হবে একটি নথি

রেলকর্মীরা স্টেশন পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। এমনিতেও রেলের নিয়ম অনুযায়ী যত্রতত্র থুতু ফেলা, আবর্জনা ফেলা, ধূমপান করা ইত্যাদির মত কাজ করা যায় না। এই সকল কাজ করলেই জরিমানা দিতে হয়। কিন্তু অনেক যাত্রী রয়েছেন যারা নিজেদের বদ অভ্যাসের কারণে যেখানে সেখানে থুতু, আবর্জনা ফেলে দেন। আবার অনেকেই রয়েছেন যারা ধূমপানের নেশায় সব ভুলে স্টেশন চত্বরেও বিড়ি সিগারেট ধরিয়ে ফেলেন। এই সকল কাজকর্ম করার জন্যই পূর্ব রেল কেবলমাত্র শিয়ালদা স্টেশন থেকে ৩৭ দিনে ২২ লক্ষ ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে যাত্রীদের থেকে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ২৪ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩৭ দিনে যত্রতত্র ধূমপান করার জন্য ৫৫৬৯ জনকে জরিমানা করা হয়েছে। তাদের থেকে জরিমানা আদায় করা হয়েছে ১১ লক্ষ ১৩ হাজার ৭৫০ টাকা। যত্রতত্র থুতু ও আবর্জনা ফেলার জন্য জরিমানা করা হয়েছে ৭৮৯৮ জনকে। তাদের থেকে জরিমানা হিসাবে আদায় করা টাকার পরিমাণ ১১ লক্ষ ২১ হাজার ৭০০ টাকা।

Advertisements