করোনায় একদিনে সুস্থ আরও ৫০৫, উদ্বেগ বাড়ছে কলকাতার

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন ৫০০ জন করে করোনা জয় করে বাড়ি ফেরার ধারাবাহিকতা বুধবারও বজায় রাখলো রাজ্য। বুধবার রাজ্য স্বাস্থ্য ভবনের তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয় তাতে দেখা গিয়েছে গত ২৪ ঘন্টায় আরও ৫০৫ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পরপর চার দিন পাঁচশোর বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেরায় রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা অনেকটাই কমলো। কলকাতা ছাড়া রাজ্যের অন্যান্য জেলাগুলি কিছুটা হলেও প্রশমিত করতে পেরেছে করোনা মহামারীকে। যদিও এখনই আত্মতুষ্টির কোন জায়গা নেই।

বুধবারের রাজ্য স্বাস্থ্য ভবনার রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে রাজ্যে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৩৯১ জন। যার পরে রাজ্যের মোট সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ১২,৩০০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০৫ জন, মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৬,৫৩৩। গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণ হারিয়েছেন ১১ জন, যার পর রাজ্যের মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০৬। পরপর চার দিন পাঁচশোর বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেরায় বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৬১। গত ২৪ ঘণ্টায় হাওড়া জেলায় সবথেকে বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শুধুমাত্র এই জেলাতেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬৩ জন। বাকি অন্যান্য জেলা থেকে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪২ জন। আর বর্তমানে রাজ্যে সুস্থতার পৌঁছালো ৫৩.১১ শতাংশে।

রাজ্যের অন্যান্য জেলাগুলি কিছুটা হলেও স্বস্তি পেলেও কলকাতার ক্ষেত্রে প্রতিনিয়ত বাড়ছে উদ্বেগ। কারণ শেষ ২৪ ঘণ্টায় কলকাতাতেই নতুন করে ১৪৩ জন মানুষ করোনা সংক্রামিত হয়েছেন। যে কারণে কেবলমাত্র এই জেলাতেই মোট করোনা রোগীর সংখ্যা ৪,০৮৯ জন। এখনো পর্যন্ত এই জেলায় ১৫৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলত এখানে এখনো পর্যন্ত ২১৮৯ জন অ্যাক্টিভ করোনা রোগী রয়েছেন। এছাড়াও কেবলমাত্র এই জেলা থেকেই প্রাণ হারিয়েছেন ৩০৮ জন, যেখানে রাজ্যের মোট সংখ্যা হচ্ছে ৫০৬।

গত ২৪ ঘন্টায় ৯২২২ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। যাদের মধ্যেই ৩৯১ জন করোনা সংক্রামিত বলে চিহ্নিত করা হয়। এখনো পর্যন্ত রাজ্য স্বাস্থ্য ভবনার তরফ থেকে ৩ লক্ষ ৬০ হাজার ৭৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।