Bangladesh Yunus Govt: ইউনুস সরকারের কাজ নাপসন্দ, পছন্দ করছেন না বাংলাদেশের নতুন সংখ্যার মানুষরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মাস কয়েক ধরে চলা ছাত্র আন্দোলন থেকে শুরু করে দেশের মানুষদের বিরূপ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে পতন হয় হাসিনা সরকারের। মাত্র কয়েক মাস আগে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে আসা হাসিনা সরকারের এইভাবে পতন হবে তা কেউ ভেবে উঠতে পারেন নি। তবে এরপর আবার অন্তবর্তী সরকারেও বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ খুশি নন। বাংলাদেশের ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের (Bangladesh Yunus Govt) কাজ কত মানুষের পছন্দ নয় তা সম্প্রতি একটি সমীক্ষায় উঠে এসেছে।

Advertisements

আগস্ট মাসের ৫ তারিখ গণআন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেন। তারপর বাংলাদেশে যেভাবে হাসিনা সরকারের পতনের আনন্দে মেতে উঠতে দেখা যায় সাধারণ মানুষদের তা দেখেছে গোটা বিশ্ব। ঠিক এর দিন কয়েকের মধ্যেই তৈরি হয় অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এক মাসের কাজেই অসন্তুষ্ট প্রচুর মানুষ।

Advertisements

গত এক মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার হাসিনাহীন বাংলাদেশের সংস্কার করতে নানান পদক্ষেপ নিয়েছে। কিন্তু সম্প্রতি একটি সমীক্ষার রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বাংলাদেশের ৫১ শতাংশ মানুষ যারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগ পছন্দ করছেন না। বাংলাদেশের জনপ্রিয় একটি সংবাদ মাধ্যম এই বিষয়টি নিয়ে সমীক্ষা চালিয়ে রিপোর্ট পেশ করেছে।

Advertisements

আরও পড়ুন : Vatsalya Scheme: ছোটদের ভবিষ্যৎ নিয়ে টেনশন দূর, কেন্দ্র আনল নতুন পেনশন অ্যাকাউন্ট প্রকল্প

বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রথম আলো গত ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত এই সমীক্ষা চালায়। সমীক্ষা চালানো কালীন তাদের তরফ থেকে ১ লক্ষ ৩ হাজার ৬৫৬ জনের মতামত নেওয়া হয়েছে। সমীক্ষার ফলাফল থেকে জানা গিয়েছে ৫১ শতাংশ মানুষ নতুন সরকারের কাজে সন্তুষ্ট নন, অন্যদিকে ৪৫% মানুষ নতুন সরকারের কাছে সন্তুষ্ট। বাকিরা নিরপেক্ষ মতামত পোষণ করেছেন।

বিভিন্ন ক্ষেত্রে নতুন সরকার নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করেছে যেমন নির্বাচন, পুলিশ, বিচার, দুর্নীতি দমন, জনপ্রসারণ, সংবিধান সংস্কার ইত্যাদির ক্ষেত্রে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসবের সঙ্গেই হাসিনা সরকারের সময়কালের থেকে ইউনুস সরকারের সময়কালে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের দিকের তাকালে দেখা যাবে অনেকটাই পার্থক্য। এখন প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন অস্থিরতার কারণে বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেশি।

Advertisements