Ration Card: রেশন কার্ড থাকলেও বিনামূল্যে আর খাদ্য সামগ্রী পাবেন না এই ৬ লক্ষ উপভোক্তা, জানিয়ে দিল রাজ্য খাদ্য দফতর

Shyamali Das

Published on:

Advertisements

কলকাতা: করোনাকাল থেকে শুরু হয়েছে রেশনে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা। আজও সেই ব্যবস্থা চলছে। এমনকি এই ব্যবস্থা আগামী পাঁচ বছর চলবে বলেও জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের এমন ঘোষণার পর অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের বাসিন্দারাও আগামী পাঁচ বছর নিশ্চিত হয়েছেন বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়ার বিষয়টি নিয়ে। তবে এরই মধ্যে ৬ লক্ষের বেশি উপভোক্তা, যারা আর বিনামূল্যে খাদ্য সামগ্রী পাবেন না। তাদের কাছে রেশন কার্ড (Ration Card) থাকলেও তারা এই সুবিধা আর পাবেন না।

Advertisements

রাজ্য খাদ্য দফতরের তরফ থেকে এমন বিপুল সংখ্যক মানুষের বিনামূল্যে রেশনে খাদ্য সামগ্রী না পাওয়ার বিষয়টি তুলে ধরে তালিকা প্রকাশ করা হয়েছে। দিন কয়েক আগেই প্রকাশ পাওয়া এই তালিকায় দেখা যাচ্ছে, ৬ লক্ষ ৬০ হাজার ৫০১ জন এমন বিনামূল্যের রেশন ব্যবস্থা থেকে বঞ্চিত হয়েছেন। তাদের বঞ্চিত হওয়ার পিছনে রয়েছে একটি বড় কারণ।

Advertisements

মূলত কেন্দ্র সরকারের নির্দেশে দেশের প্রত্যেক রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়। দেশে ছড়িয়ে থাকা ভুয়ো রেশন কার্ড যাতে বাতিল করা সম্ভব হয় তার জন্যই এমন ব্যবস্থা চালু করে কেন্দ্র। আর এই ব্যবস্থা চালু করার পর থেকেই দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ রেশন কার্ড ধরা পড়ছে যেগুলির সঙ্গে আধার লিঙ্ক করা নেই। এই সকল রেশন কার্ডকে ভুয়ো রেশন কার্ড ধরেই গ্রাহকদের বিনামূল্যে খাদ্য সামগ্রীর পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। এক্ষেত্রে তাদের কাছে থাকার রেশন কার্ড এখন অচল।

Advertisements

আরও পড়ুন : Gold: সোনা নিয়ে সুখবর, UAE থেকে ১৬০০০০ কেজি হলুদ ধাতু আনছে ভারত

রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে যে ৬ লক্ষ ৬০ হাজার ৫০১ জনকে বিনামূল্যের রেশন সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের মধ্যে প্রায়োরিটি হাউসহোল্ড ক্যাটাগরির রেশন কার্ডের সংখ্যা সবচেয়ে বেশি। সংখ্যাটা হল ৫ লক্ষ ৪৬ হাজার। অন্ত্যোদয় অন্ন যোজনার অধীনে থাকা রেশন কার্ড হোল্ডারদের সংখ্যাও কম নয়। তাদের সংখ্যাটা ৫৭ হাজার ২৬৩।

অন্যদিকে এমন ভুয়ো রেশন কার্ডের উপরই কেবলমাত্র কোপ পড়েছে তা নয়। পাশাপাশি কোপ পড়েছে বেশকিছু রেশন ডিলারদের উপরও। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৩৬৩১ টি রেশন দোকানে হানা দিয়ে ৮৪ জন রেশন কার্ড ডিলারকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও ২৭ জনের লাইসেন্স বাতিল করা হয়েছে। সরকারের তরফ থেকে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য এমন একের পর এক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Advertisements