TMC vs Rail: রেল মদতে দু’দিনে অভিযোগ ছাড়াল ৮০০! ২১ জুলাইকে ঘিরে টপে এই ৪ ট্রেন

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস। কলকাতার ধর্মতলায় আয়োজিত এই শহীদ দিবসে প্রত্যেক বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ তৃণমূল কর্মী সমর্থকদের আগমন হয়। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা মহানগরে ভিড় জমান। আর এই পরিস্থিতিতেই এখন ভুরি ভুরি অভিযোগ জমা পড়ল রেলের কাছে। আবার এই বিষয়টি নিয়ে রেল ও তৃণমূলের (TMC vs Rail) মধ্যে দ্বন্দ্বও দেখা যাচ্ছে।

Advertisements

তৃণমূলের শহীদ দিবসে যোগ দেওয়ার জন্য দিন দুয়েক আগে থেকেই বহু তৃণমূল কর্মী সমর্থকরা কলকাতায় আসা শুরু করে দিয়েছেন। মূলত উত্তরবঙ্গ সহ দূর দূরান্তের তৃণমূল কর্মী সমর্থকরা শুক্রবার থেকেই কলকাতায় আসার জন্য ট্রেনে চড়তে শুরু করেছেন। তবে শুধু ট্রেনে চড়া নয়, পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও উঠতে দেখা যাচ্ছে।

Advertisements

সংরক্ষিত আসন দখল থেকে শুরু করে ঝামেলা ঝঞ্ঝাট, যাত্রীদের সিট থেকে তুলে দেওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অভিযোগ ইতিমধ্যেই ৮০০ ছাড়িয়েছে। রেলের যে রেল মদত অ্যাপ রয়েছে সেই অ্যাপে গত দুদিনে অন্ততপক্ষে ৮৪০টি অভিযোগ জমা পড়েছে। এই সকল অভিযোগ মূলত সবচেয়ে বেশি উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি সহ বিভিন্ন স্টেশন থেকে ওঠা যাত্রীদের থেকে পাওয়া গিয়েছে। মাত্র দুদিনের এত অভিযোগ রীতিমতো সাধারণ যাত্রীদের চিন্তায় ফেলেছে। চিন্তায় পড়েছে রেলও।

Advertisements

আরও পড়ুন ? Sealdah Station: শিয়ালদহ স্টেশন থেকে ১২ কোচের লোকাল অতীত! এবার অভিনব ব্যবস্থা পূর্ব রেলের

তবে এত অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূল যা দাবি করছে তা হল, উত্তরবঙ্গ থেকে কর্মী সমর্থকদের কলকাতায় আসার জন্য তারা দুটি ট্রেন রিজার্ভ করতে চেয়েছিলেন। কিন্তু রেল সম্মতি না দেওয়ার কারণেই এত ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হয়েছে। আবার এত যে অভিযোগ রেলের কাছে জমা পড়েছে তা সামাল দেওয়া অর্থাৎ সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রেও রেলকে সেই রকম সদর্থক ভূমিকা পালন করতে দেখা যায়নি বলে অভিযোগ। আর এসবের পরিপ্রেক্ষিতে সবচেয়ে ভোগান্তির শিকার সাধারণ যাত্রীরা।

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গগামী যে সকল ট্রেন থেকে এমন বিপুল সংখ্যক অভিযোগ পাওয়া গিয়েছে তার মধ্যে অন্যতম হলো চারটি ট্রেন। যে চারটি ট্রেন হল দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং তিস্তা তোর্সা এক্সপ্রেস। এমন ঘটনা ঘটেছে কেবলমাত্র কলকাতা আসার ক্ষেত্রে। এক্ষেত্রে সাধারণ যাত্রীদের আশঙ্কা, ২১ জুলাইয়ের মিটিং শেষে যখন ওই সকল তৃণমূল কর্মী সমর্থকরা ফের উত্তরবঙ্গের দিকে ফিরে যাবেন তখন আবার একই ঝামেলার মুখোমুখি হতে হবে।

Advertisements