Golden doors in Ram Mandir: একটি দুটি নয়, এক ডজনের বেশি সোনার দরজা রাম মন্দিরে! জানেন খরচ কত?

Prosun Kanti Das

Published on:

Advertisements

More than a dozen golden doors have been installed in the Ram Mandir: বর্তমানে সারা দেশজুড়ে চলছে রাম মন্দির উদ্বোধনের নানান আলোচনা। হিন্দু ধর্মালম্বীদের মধ্যে দেখা যাচ্ছে মন্দির প্রতিষ্ঠা নিয়ে নানান উৎসাহ উদ্দীপনা। দেশ তথা বিদেশের মানুষ রামের উদ্দেশ্যে পাঠাচ্ছেন নানান উপহার। আর এই সব কিছুর মাঝেই ছড়িয়ে পড়েছে গর্ভগৃহে দরজা বসানোর খবর। শুধু খবর নয়, ভাইরাল হয়েছে সেই দরজার ছবি। যা সোনা দিয়ে বাঁধানো। শুধু একটা বা দুটো নয়, প্রায় এক ডজনের বেশি সোনার দরজা বসতে চলেছে রাম মন্দিরে (Golden doors in Ram Mandir)। দরজায় কারুকার্য কি করা রয়েছে? কত টাকার সোনা রয়েছে দরজাগুলিতে?

Advertisements

২০২৪ সালের ইতিহাস গড়তে চলেছে দেশের বৃহত্তম তথা পৃথিবীর তৃতীয় বৃহত্তম রাম মন্দির। যে মন্দিরের স্তম্ভ, পৃথক পৃথক মন্দির, রামলালার গর্ভগৃহ, মন্দিরের দরোজা সবকিছুতেই রয়েছে প্রাচীনত্তের কারুকার্য। প্রসঙ্গত ২২শে জানুয়ারি প্রতিষ্ঠিত হবে রাম মন্দির। সেই সময় মেনেই চলছে মন্দির নির্মাণের নানান কার্য। তার মধ্যেই এক বিশেষ কাজ হল রাম মন্দিরের সোনার দরজা (Golden doors in Ram Mandir) বসানো। যা রামলালার গর্ভগৃহে লাগানো হবে। প্রায় ১৪টি সোনার দরজা তৈরি করা হয়েছে। যা মন্দিরের বিভিন্ন জায়গায় বসানো হবে।

Advertisements

খবর রয়েছে সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এই স্বর্ণ দরজা। যে কাষ্ঠ আনা হয়েছে মহারাষ্ট্র থেকে। তৈরি করেছেন হায়দ্রাবাদের এক সংস্থার কারিগরেরা। যার উপর সোনা দিয়ে খোদাই করা হয়েছে নানান নকশা। যা মন্দিরের সৌন্দর্যকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Morari Bapu: আম্বানি, আদানিকে ১০ গোল! শিল্পপতি না হয়েও রাম মন্দিরকে ১১.৩ কোটি দান এই ভক্তের

রাম মন্দিরের এই স্বর্ণ দরজায় এমন কিছু নকশা বা কারুকার্য খোদাই করা হয়েছে যা হিন্দু ধর্মের প্রতীক। যেমন রামলালার গর্ভগৃহে লাগানো হবে একটি ৮ ফুট চওড়া এবং ১২ফুট উঁচু স্বর্ণ দরজা (Golden doors in Ram Mandir)। যে দরজায় খোদাই করা হয়েছে ভগবান বিষ্ণুর ছবি। যেখানে ঘুমন্ত ভঙ্গিতে ভগবান বিষ্ণুকে খোদাই করা হয়েছে। এছাড়াও স্বর্ণ দরজায় নকশা করা হয়েছে সুন্দর বিষ্ণু কমল, গজ, স্বাগতম ভঙ্গিতে দেবী মূর্তি ইত্যাদি নকশা।

দাম কত জানেন? জানা গিয়েছে রাম মন্দিরে বসানো স্বর্ণ দরজার দাম প্রায় কয়েক কোটি টাকা। খবর রয়েছে মোট ৪৬টি দরজা বসানো হবে। তার মধ্যে সোনার প্রলেপ দিয়ে কারুকার্য করা থাকবে ৪২ টি দরজায়। ফলেই ইতিহাসের পাতায় বহু বিতর্কিত রাম মন্দির যে বিশেষ স্থান অধিকার করতে চলেছে তা বলাই বাহুল্য। মন্দিরের প্রত্যেকটি কারুকার্যই চোখে লাগার মত। যেমন স্বর্ণ দরোজা তেমনি মন্দিরের ভিতরের ঝাড়বাতি। যা মন্দিরের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে। অপেক্ষার মাত্র কয়েকটি দিনের। প্রতিষ্ঠার পরই সকল ভক্তের জন্য খুলে যাবে রাম মন্দিরের স্বর্ণ দরজা।

Advertisements