Advertisements

দেশের তুলনায় পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুর হার অনেক বেশি, বাড়ছে আশঙ্কা-উদ্বেগ

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণের হারটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে পশ্চিমবঙ্গে।সংক্রমণের রেকর্ড ভেঙ্গে কিছুটা থিতু হ‌ওয়ার খবর সাময়িক স্বস্তি দিয়েছিল পশ্চিমবঙ্গবাসীকে। কিন্তু রাজ্যে মৃত্যুর হার বৃদ্ধি হ‌ওয়ায় মানুষের সেই স্বস্তি মিলিয়ে গেল মুহূর্তের মধ্যেই।

Advertisements

করোনা সংক্রামিতের ফলে মৃত্যুর সংখ্যা দেশের তুলনায় এই রাজ্যে বেশি। গত শুক্রবারের রেকর্ড অনুযায়ী একদিনেই করোনা সংক্রমণের ফলে মৃত্যুর সংখ্যা ছিল ৯। আর রাজ্যে মোট মৃতের সংখ্যা ৪৫১। সেই হিসাবে রাজ্যে মৃত্যুর হার ৪.৪০%। গোটা দেশে সেই হারটা ২.৮৮%। স্বাভাবিকভাবে ঘটনার গুরুত্ব বুঝতে পেরে চিকিৎসক মহল উদ্বিগ্ন হয়ে উঠেছেন।

Advertisements

Advertisements

বিশেষজ্ঞ মহলের একাংশ আবার এই মৃত্যুর হার বৃদ্ধির জন্য রাজ্যে কম নমুনা পরীক্ষা ও চিকিৎসা পরিকাঠামোর গাফিলতির দিকেই আঙুল তুলেছেন। তাদের বক্তব্য, “যে সকল পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসছেন তাদের নমুনা পরীক্ষা ঠিকমতো হচ্ছে না। এমনকি তাদের যে কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে রাখা হয়েছে সেখানেও ঠিকমতো ব্যবস্থা নেই।যার ফলে সেখান থেকেই বহু মানুষ সংক্রমিত হয়ে পড়ছেন। এই সংক্রমিত মানুষদের থেকে আবার অন্যান্য মানুষের মধ্যে রোগ ছড়াচ্ছে। অপরদিকে রাজ্যে নমুনা পরীক্ষা ঠিকমতো হচ্ছে না ফলে কারা সংক্রামিত তাও ধরা যাচ্ছে না! আবার যারা অসুস্থ হয়ে হাসপাতালে ছুটছেন তারাও সব সময় বেড পাচ্ছেন না। দুই তিনটি হাসপাতাল ঘুরে ঘুরে হয়রান হওয়ার পর অনেকেই চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন। আবার যারা বেড পাচ্ছেন তারা উপযুক্ত চিকিৎসা পরিকাঠামো পাচ্ছেন না। কারণ সব হাসপাতালগুলিতে পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামো নেই। ফলস্বরূপ মৃত্যু হার বৃদ্ধি পাচ্ছে।”

উল্লেখ্য রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ১০,২৪৪। গত শুক্রবারের পাওয়া পরিসংখ্যান অনুযায়ী করোনাতে মৃতের সংখ্যা ৪৫১ জন। সংক্রমিতের সংখ্যা এখনি ১০ হাজার ছাড়িয়ে গেছে, ভবিষ্যতে এই সংখ্যা দিনে দিনে আরও বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক তখন বিনা চিকিৎসায় অনেকেই মারা যাবেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। বিরোধীদের একাংশও এই বিষয়ে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন।

তবে রাজ্যে মৃত্যুর হার সর্বভারতীয় মৃত্যু হারের তুলনায় বেশি হলেও ধীরে ধীরে পশ্চিমবঙ্গে সুস্থ হয়ে ওঠার হারও বাড়ছে। দেখতে দেখতে পশ্চিমবঙ্গে সুস্থ হয়ে ওঠার হার পৌঁছে গেছে ৪১.০৫ শতাংশে। আর এই সুস্থ হয়ে ওঠার হারের উপর ভর করে আশার আলো দেখছে রাজ্যের কোটি কোটি মানুষ।

Advertisements