Dirty Cities in WB: হাওড়া, আসানসোল, কলকাতা! বাদ গেল না কেউ! দেখে নিন রাজ্যের নোংরা শহরের তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের কোন শহর সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর কোন শহর সবচেয়ে বেশি নোংরা আবর্জনায় ভর্তি, এই নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি সমীক্ষা করা হয়। কেন্দ্র সরকারের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের স্বচ্ছ সর্বেক্ষণ নামে একটি সমীক্ষার মধ্যে দেশের বিভিন্ন শহরের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নোংরা শহরগুলির (Dirty Cities in WB) নাম। মোট ৪৬ টি মাপকাঠির উপর বিবেচনা করে এই তালিকা প্রকাশ করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে।

Advertisements

এই সমীক্ষা চালানোর সময় যেসব বিভাগ করা হয়েছিল তার মধ্যে এক লক্ষের বেশি মানুষ বসবাস করেন এমন শহরের তালিকায় নোংরা শহর হিসাবে নাম উঠে এসেছে কলকাতা, ভাটপাড়া, কাঁচরাপাড়া, বিধাননগর, রিষড়া, আসানসোল, কৃষ্ণনগর, মধ্যমগ্রাম, কল্যাণী এবং হাওড়া। এই তালিকায় হাওড়ার নাম রয়েছে সবচেয়ে নিচে অর্থাৎ সবচেয়ে নোংরা শহর হিসাবে হাওড়াকেই তুলে ধরা হয়েছে।

Advertisements

অন্যদিকে নদী তীরবর্তী শহরগুলির পরিষ্কার-পরিচ্ছন্নতার নিরিখেও একটি সমীক্ষা চালানো হয়েছে। যে সমীক্ষায় অংশগ্রহণ করা ৩৯৭০ টি শহরের মধ্যে পশ্চিমবঙ্গের নয়টি শহর রয়েছে শেষ দশে। এই ক্যাটাগরিতেও পরিষ্কার পরিচ্ছন্নতায় একেবারেই পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। এই ক্যাটাগরিতে নোংরা শহর হিসেবে যে সকল রাজ্যের শহরগুলির নাম উঠে এসেছে সেগুলি হল চুঁচুড়া, উলুবেড়িয়া, গয়েশপুর, ডায়মন্ড হারবার, হাওড়া, কামারহাটি, চাকদহ, হলদিয়া ও ধুলিয়ান। এইসব শহর ছাড়াও গঙ্গা তীরবর্তী রাজ্যের বাকি ৪০টি সহ পরিষ্কার-পরিচ্ছন্নতার বিচারে রয়েছে শেষের দিকে।

Advertisements

আরও পড়ুন ? Dirtiest Hill Station: দেশের নোংরা ৬টি হিল স্টেশন! ঘুরতে গিয়ে মজার বদলে হারাতে পারে মেজাজ

রাজ্যে এক লক্ষের কম বাসিন্দা রয়েছেন এমন শহরের তালিকা অনেক। রাজ্যের পাশাপাশি দেশেরও এই ধরনের শহরের সংখ্যা অনেক। এক্ষেত্রে এই ক্যাটাগরিতে থাকা ৩৫০০ টি শহরের পর পরিষ্কার-পরিচ্ছন্নতার বিচারে জায়গা পেয়েছে হুগলির তারকেশ্বর। একইভাবে জায়গা পেয়েছে বর্ধমানের কাটোয়া। শেষ ১০০ টি শহরের তালিকায় রয়েছে আলিপুরদুয়ার এবং হুগলির আরামবাগ।

কেন্দ্র সরকারের তরফ থেকে এই সমীক্ষা চালানোর সময় যে সকল বিষয়ের উপর নজর রাখা হয়েছে তার মধ্যে অন্যতম হলো সঠিক শৌচ কর্মের ব্যবস্থা, সঠিকভাবে বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করার ব্যবস্থা, প্লাস্টিক বর্জ্য ব্যবহার বন্ধ করার ব্যবস্থা ইত্যাদি। এসবের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের এত সংখ্যক শহরের নাম নোংরা আবর্জনার তালিকায় এসেছে যে লজ্জায় মুখ ঢাকতে হচ্ছে রাজ্যের বাসিন্দাদের।

Advertisements