নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির গ্রাফ নিচের দিকে নামার নাম গন্ধ নেই। তবে এরই মাঝে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে কেন্দ্র সরকারের তরফ থেকে লকডাউন পর্যায়ে উঠিয়ে আনলক পর্যায় শুরু করা হয়েছে। আর এই আনলক পর্যায়ের দেখতে দেখতে চতুর্থ ধাপ শেষ হওয়ার মুখে। সেপ্টেম্বর মাসের ১ থেকে দেশে জারি হয় আনলক ৪ (Unlock 4), আর এই আনলক ৪ শেষ হবে আগামী ৩০ সেপ্টেম্বর। অক্টোবর মাসের ১ তারিখ থেকে সম্ভাবনা রয়েছে আনলক ৫ (Unlock 5) জারি হওয়ার।
যদি অক্টোবর মাসের ১ তারিখ থেকে আনলক ৫ (Unlock 5) লাগু হয় তাহলে এই পর্যায়ে নির্দেশিকার সম্পূর্ণ গাইডলাইন বুধবারের মধ্যেই দেশের নাগরিকদের কাছে পৌঁছে যাবে। তবে এই পর্যায়ে কেন্দ্র সরকারের তরফ থেকে কোন কোন ক্ষেত্রে নতুন করে ছাড় দেওয়া হতে পারে তার সম্ভাব্য ৫ নির্দেশিকা হতে পারে নিম্নরূপ।
১) এর আগের আনলক পর্যায়গুলিতে দেশের অর্থনীতির হাল ফেরাতে দোকানপাট থেকে শুরু করে কেনাবেচার বেশিরভাগ ক্ষেত্র চালু করার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। কেবলমাত্র কনটেইনমেন্ট জোনভিত্তিক লকডাউনে জোর দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। আনলক ৫ (Unlock 5) পর্যায়ে অর্থনৈতিক দিকটিকে সম্পূর্ণ সচল করে দিতে চাইছে মোদী সরকার। সম্প্রতি দেশের ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে হওয়া বৈঠকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থনৈতিক বিষয়ের উপর বিশেষ জোর দিয়েছিলেন।
২) আনলক ৫-এ এবার খুলে যেতে পারে সিনেমা হল। সূত্র মারফত জানা গিয়েছে করোনা পরিস্থিতিতে সিনেমা হলে কি কি নির্দেশিকা বা নিয়ম মানতে হবে, দর্শকদের বসার আসন কিভাবে করা হবে এনিয়ে তার নকশা জমা পড়েছে কেন্দ্র সরকারের কাছে।
যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের সিনেমা হল খোলা সংক্রান্ত ঘোষণার আগেই রাজ্যের সিনেমা হলগুলি অক্টোবর মাসের ১ তারিখ থেকে খোলার অনুমতি দিয়ে দিয়েছেন। পূর্বেও লক্ষ্য করা গিয়েছে কোন রাজ্য আগাম কোন কিছু খোলার অনুমতি দিলে দেখা যায় কেন্দ্র সরকারের তরফ থেকেও সেই ক্ষেত্রকে খোলার অনুমতি দেওয়া হয়েছে।
৩) পর্যটন শিল্পের উপর আমাদের দেশের অজস্র মানুষের জীবন-জীবিকা নির্ভরশীল। যে কারণে এই লকডাউন এবং করোনা প্রকোপের কারণে ঐসকল পর্যটন নির্ভরশীল মানুষদের জীবন জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছিল। যদিও পরে ধীরে ধীরে পর্যটন শিল্পের উপর ছাড় দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও এর বিপুল প্রভাব এখনো রয়ে গেছে। সেক্ষেত্রে এই পর্যায়ে পর্যটন শিল্প নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বাইরের পর্যটকদের পর্যটনের জন্য কোভিড নিগেটিভ সার্টিফিকেট চাওয়ার নিয়ম পরিবর্তন আসতে পারে।
পর্যটন শিল্পে ইতিমধ্যেই সিকিম, কেরল, উত্তরাখন্ড, ওড়িশা সরকার বেশকিছু শিথিলতার পথে হাঁটতে শুরু করেছে।
৪) আনলক ৪ পর্যায়ে কেন্দ্র সরকারের তরফ থেকে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের অভিভাবকদের অনুমতি সাপেক্ষে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। আর আনলক ৫ পর্যায়ে আগের মতই অনলাইন শিক্ষার উপর জোর দেওয়ার ঘোষণা হতে পারে। তবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে নতুন কোন নির্দেশিকা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।
৫) আনলক ৫ পর্যায়ে সিনেমা হল খোলার ক্ষেত্রে যেমন অনুমতি মিলতে পারে ঠিক তেমনি অনুমতি মিলতে পারে যাত্রা, নাটক, নাচ, গান, আবৃত্তি, ম্যাজিক শো ইত্যাদির ক্ষেত্রেও। যদিও এক্ষেত্রেও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আগাম ছাড় ঘোষণার কথা বলা হয়েছে।
তবে এই সম্ভাব্য বিষয়গুলি অবশ্যই দেশে অক্টোবর মাসে আনলক ৫ পর্যায় জারি করার উপরেই নির্ভর করছে। অন্যদিকে বিশেষজ্ঞ মহলের অনেকেই আবার এটাও মনে করছেন যে আনলক ৪ পর্যায়ে যে সকল নির্দেশিকা কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল সেই নির্দেশিকাগুলিই অক্টোবর মাস পর্যন্ত বহাল রাখতে পারে। আর এই জল্পনার মাঝে এখন দেখার বিষয় অক্টোবর মাসে আনলক ৫ লাগু হবে নাকি আনলক ৪ পর্যায়ের নির্দেশিকায় বহাল থাকবে।