General Knowledge: এত সুস্বাদু খেতে মুরগি আসলে কোন দেশের জাতীয় পাখি, জানা আছে তো

Prosun Kanti Das

Updated on:

Advertisements

General Knowledge: যে কোনো চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে। অনেক সময় দেখা যায় মেধাবী ছাত্র-ছাত্রীরা হয়তো যেকোনো বিষয়ে খুব সহজেই ভালো নাম্বার তুলে ফেলে ম্যাথ, ইংরেজি, ইতিহাস তাদের মুখস্ত কিন্তু তারা বারংবার গিয়ে হোঁচট খেতে থাকে জিকের সামনে। হ্যাঁ জেনারেল নলেজ স্ট্রং হওয়া তাই প্রত্যেকেরই দরকার।

Advertisements

আজকে এমন একটি বিষয় নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি যেটি চাকরির পরীক্ষা সম্পর্কিত। অর্থাৎ এই বিষয়টি আমাদের জেনারেল নলেজকে (General Knowledge) শক্ত করতে যথেষ্ট সাহায্য করবে। আচ্ছা বলুন তো আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পাখি কী? তাহলে আপনারা চোখ বন্ধ করে সহজেই সেটা বলতে পারবেন। উত্তরটি হলো ময়ূর।

Advertisements

কিন্তু অদ্ভুত বিষয় হলো এই যে নিজেদের দেশের জাতীয় পাখি বিষয় নিয়ে আমরা যতটা জানি অন্যান্য দেশের সম্পর্কে কিন্তু ততটা জানিনা। কিন্তু প্রত্যেকটি দেশেই কিন্তু একটি জাতীয় পাখি রয়েছে আর জেনারেল নলেজ (General Knowledge) হিসেবে এই বিষয়টা কিন্তু রীতিমতো গুরুত্বপূর্ণ একটা জায়গা। আচ্ছা এরপর যদি আপনাদের জিজ্ঞেস করা হয় বলুন তো মুরগি কোন দেশে জাতীয় পাখি? তাহলে অনেকেই কিন্তু মাথা চুলকাতে থাকবেন।

Advertisements

আরও পড়ুন:Huge Bluefin Tuna FishHuge Bluefin Tuna Fish: বিশালাকার ২৭৬ কেজি ওজনের টুনা মাছ, নিলামে উঠলো ১১ কোটি টাকা

কারণ স্বাভাবিকভাবেই মুরগি অনেকের প্রিয় খাদ্য হলেও মুরগি কোন দেশে জাতীয় পাখি তা প্রচুর মানুষ জানেন না। বরং মুরগিকে সুস্বাদু খাদ্য হিসেবে জানতেই যেন আমরা বেশি পছন্দ করি। কিন্তু কি অদ্ভুত না যে প্রাণীটির মাংস খেতে আমরা এত পছন্দ করি , যে প্রাণীর মাংস দিয়ে তৈরি যেকোনো রেসিপি অমৃতের মত সুস্বাদু লাগে আমরা কখনো ভেবে দেখি না সেই পাখিটি ও কোন একটি দেশের জাতীয় পাখি হতে পারে। কিন্তু এটাই হতে পারে জিকের (General Knowledge) চমৎকার একটি প্রশ্ন।

মুরগি আসলে আমাদের প্রতিবেশী দেশের জাতীয় পাখি। আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার জাতীয় পাখি হল মুরগি। হ্যাঁ বন্ধুরা শ্রীলংকার জাতীয় পাখি হলো শ্রীলঙ্কার জঙ্গল ফাউল, অনেক আগে একেই বলা হত সিলন জঙ্গল ফাউল। বিভিন্ন জঙ্গল এলাকাতে একে দেখা যায়। এটি মুরগির একটি প্রজাতি। অনেকে একে বন মুরগিও বলে থাকেন। এটি হলো সর্বভুক একটি প্রাণী। বন মুরগির দৈর্ঘ্য কম বেশি ৩৫ সেমি ও ওজন ৫১০ থেকে ৬৪৫ গ্রাম। শ্রীলংকার বনাঞ্চলে এদের পাওয়া যায়-তাহলে বাড়ল তো জেনারেল নলেজের (General Knowledge) ফান্ডা?

Advertisements