সস্তার ৬ মাসের তিনটি ভ্যালিডিটি রিচার্জ আনলো BSNL

Shyamali Das

Published on:

Advertisements

BSNL সিমকার্ড ব্যবহার করেন, অথচ ভ্যালিডিটি রিচার্জ কি করতে হবে জানেন না। আসলে এদের সবকটি ভ্যালিডিটি রিচার্জ দীর্ঘদিনের। তাই অনেকে ভুলে যান, আবার অনেক সময় দেখা যায় পরবর্তী ভ্যালিডিটি রিচার্জের দিন আসতে আসতে প্ল্যানে বেশকিছু পরিবর্তন হয়ে যায়। তাই চলুন দেখে নেওয়া বিএসএনএলের সস্তায় ৬ মাসের তিনটি ভ্যালিডিটি রিচার্জ।

Advertisements

Advertisements

নিজস্ব প্রতিবেদন : BSNL-এর ভ্যালিডিটি রিচার্জ অফারগুলি সাধারণ মানুষের ধরা ছোঁয়ার মধ্যেই। অন্যান্য টেলিকম কোম্পানিগুলি সম্প্রতি নিজের প্ল্যানগুলির দাম বৃদ্ধি করলেও BSNL এর দাম বাড়েনি। ভারতের শীর্ষ স্থানীয় তিনটি টেলিকম সংস্থা ভোডাফোন, জিও ও এয়ারটেলের পরেই রয়েছে BSNL।

Advertisements

• BSNL এর রয়েছে ৭৪ টাকার ভ্যালিডিটি রিচার্জ। যাতে গ্রাহকরা পাবেন ১৫ দিনের জন্য ১০০ মিনিটের ফ্রি ভয়েস কল, ১৫ দিনের জন্য ২ জিবি ডেটা। এই প্ল্যানের সিমের বৈধতা বা ভ্যালিডিটি থাকবে ১৮০ দিন।

• BSNL এর ১০৮ টাকার দ্বিতীয় সস্তার ভ্যালিডিটি প্ল্যান। যাতে গ্রাহকরা পাবেন ২৮ দিনের জন্য প্রতিদিন ১ জিবি ডেটা ও ৫০০ এসএমএস। তার সাথেই আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কলের সুবিধা।এই প্ল্যানে সিমের বৈধতা বা ভ্যালিডিটি ১৮০ দিন।

• BSNL এর ১৫৩ টাকার আরও একটি ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান। যাতে গ্রাহকরা পাবেন প্রতিদিন ১.৫ জিবি ডেটা, প্রতিদিন ১০০ টি এসএমএস। তার সাথেই আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং ভয়েস কলিংয়ের সুবিধা। এই সকল সুবিধা থাকবে ২৮ দিন। তবে এই প্ল্যান রিচার্জ করলে সিমের বৈধতা বা ভ্যালিডিটি বাড়বে ১৮০ দিন।

এছাড়াও রয়েছে ১৩১২ টাকার একটি আকর্ষণীয় প্ল্যান। যাতে গ্রাহকরা ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে গ্রাহকরা ৩৬৫ দিনই ভারতের যেকোনো জায়গায় আনলিমিটেড কলের সুবিধা পাবেন। সাথে রয়েছে ১০০০ টি এসএমএস ও ৫ জিবি ডেটা।

সুতরাং, বলাইবাহুল্য বর্তমান টেলিকম মহার্ঘ্যর বাজারে BSNL দিচ্ছে সবার থেকে বেশি সুবিধা। কম দামে যেমন দিচ্ছে বেশি ভ্যালিডিটি, তেমনই একই রিচার্জে দিচ্ছে আনলিমিটেড কল ও ইন্টারনেট ব্যবহারের বড় সুযোগ।

Advertisements