বেশির ভাগ মানুষই বেড়াতে ভালোবাসেন। কিছু কিছু ভ্রমণ প্রিয় মানুষ আবার বেড়াতে গিয়ে অ্যাডভেঞ্চার করতেও বেশ ভালোবাসেন। আর অ্যাডভেঞ্চারের জন্য ভারতে প্রায় পাঁচটি রাস্তা আছে, যেগুলি বেশ বিপদজনকও বটে। অ্যাডভেঞ্চার করতে চাইলে আপনি সেই রাস্তা দিয়ে একবার ঘুরে আসতেই পারেন।
ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের একটি অংশ হলো তাগলাং লা বা ট্যাংলাং লা হল। এটি হলো ৫,৩২৮ মিটার উচ্চতায় অবস্থিত এক সুউচ্চ গিরিপথ। উপশি থেকে টাংলাং লা পর্যন্ত দক্ষিণমুখী লেহ-মানালি মহাসড়কটিকে পাকা করা হয়েছে ২০১৮ সালের সেপ্টেম্বর নাগাদ। কিন্তু পাসের উত্তর দিকে এখনও একটি রাস্তা আছে যেটি এখনো কাঁচা ও বেশ সরু। ভীষণ পোক্ত চালক হলেও এই রাস্তা দিয়ে যাবার সময় সামান্য হলেও তিনি ভয় পাবেনই।
শ্রীনগর থেকে লে যাওয়ার পথে আছে জোজি লা পাস। এই রাস্তাটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা বলে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১১ হাজার ফিট বা তিন হাজার মিটার। বছরের প্রায় বেশির ভাগ সময়ই এই রাস্তাটি বরফে ঢাকা থাকে। প্রায়শই ধস নামতেও দেখা যায় এখানে। তবে এর প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর। কিন্তু এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়াটা মোটেই বিপদমুক্ত নয়। যেকোনো সময় এই রাস্তায় ঘটে যেতে পারে যে কোনো বিপদ।
স্পিতি উপত্যকায় অবস্থিত হিন্দুস্তান তিব্বত হাইওয়েটিও বেশ সুন্দর। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তার তালিকায় এর নাম অন্তর্ভুক্ত হয়েছে। এত ট্রান্স-হিমালয়ান অঞ্চলের একটি রাস্তা। উচ্চ হিমালয় অঞ্চলে অবস্থিত হিন্দুস্তান তিব্বত হাইওয়ে দেশের একটি বিপজ্জনক রাস্তা। এখান দিয়ে যেকোনো গাড়ি যাবার সময় ভয়ঙ্কর দুলুনি হয়ে থাকে। অ্যাডভেঞ্চারপ্রেমীরা এই জায়গায় বেড়াতে যেতে বেশ পছন্দ করেন।
তামিলনাড়ুর কোল্লি হিলস্ রোডে মোট ৭০টি বাঁক আছে, এই বাঁক গুলি কালাপ্পানাইকেনপট্টি নামক স্থান থেকে শুরু হয়েছে। এই বাঁকগুলি দেখতে অনেকটা চুলের কাঁটার মতো। তাই একে হেয়ার পিন বাঁকও বলা হয়। কল্লি মালাই পাহাড়কে আবার “মৃত্যুর পাহাড়” বলেও ডাকা হয়। কারণ রাস্তাটি অত্যন্ত সরু ও গর্তে ভর্তি। এইখানকার রাস্তা গুলি এতই সরু যে, এখানে একটি গাড়ি অন্য গাড়িকে টপকে যেতে পারবে না।
লাদাখের রাজধানী লেহকে হিমাচলপ্রদেশের মানালির সঙ্গে সংযুক্ত করে লেহ-মানালি হাইওয়ে। এটি উত্তর ভারতের একটি ৪২৮ কিলোমিটার দীর্ঘ হাইওয়ে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যতটাই বেশি ততটাই ভয়ঙ্করও। সুন্দর অথচ বিপজ্জনক এই রাস্তাটি মানালির সোলাং উপত্যকাকে হিমাচল প্রদেশের লাহৌল এবং স্পিতি উপত্যকা এবং লাদাখের জান্সকার উপত্যকার সঙ্গে জুড়েছে।