সিঁড়িতেই ছিল বিশাল কোবরা, একটু হলেই ছোবল, শিশুর প্রাণ বাঁচালেন মা

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন ভিডিও আপলোড হয়। আপলোড হওয়া এই সকল নতুন নতুন ভিডিওগুলির মধ্যে বেশ কিছু ভিডিও আলাদাভাবে নজর কাড়ে এবং সেগুলি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। সম্প্রতি সেইরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা সত্যিই ভয়ংকর।

ভাইরাল হওয়া এই ভিডিওটি জানা যাচ্ছে কর্নাটকের। এখানে এক শিশুকে তার মা কিভাবে ভয়ংকর একটি কোবরা সাপের আক্রমণ থেকে রক্ষা করেছেন তাই তুলে ধরা হয়েছে। ঘটনা সেই মুহূর্ত সিসিটিভি ক্যামেরায় ক্যামেরা বন্দী হওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে ভাইরাল হয়। এই ভিডিওটি ভয়ঙ্কর হওয়ার পাশাপাশি বিচক্ষণতার সঙ্গে নিজের শিশুর প্রাণ বাঁচানোর জন্য ওই মা প্রশংসিত সোশ্যাল মিডিয়ার দর্শকদের কাছে।

এমন ঘটনাটি ঘটেছে কর্নাটকের মাণ্ডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে এক শিশু তার মায়ের সঙ্গে বাড়ি থেকে বার হচ্ছেন। তখনই বিশাল কোবরার খপ্পরে পড়েন তারা। আর একটু অসাবধানতা অথবা দেরী হলেই ওই শিশুটিকে কোবরাটি কামড়ে ফেলত তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে বরাত জোরে এবং ওই শিশুর মায়ের বিচক্ষণতায় ওই শিশুটি রক্ষা পায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ছেলেকে নিয়ে বাড়ি থেকে সবেমাত্র বেরোচ্ছেন মহিলা। এদিকে বাড়ির সিঁড়ির ঠিক নিচেই একটি কোবরা পার হচ্ছে। ছোট্ট ছেলের পায়ে জুতো। না দেখেই সে ওই কোবরার উপরে পা দিয়ে ফেলবে সেই সময় কোবরাটি দূরে সরে যায়। তবে এরপরই কোবরাটি তার বিরাট ফণা তুলে আক্রমণ করার জন্য প্রস্তুত। সাপটি বাচ্চার দিতে তেড়ে আসার আগেই মা কোলে তুলে নিলেন তাঁর সন্তানকে।

ইন্ডিয়া টুডের তরফ থেকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি লেখা হয়েছে, “কর্ণাটকের মাণ্ডিয়ায় সিসিটিভি ফুটেজে একটি ভয়ঙ্কর কাণ্ড ধরা পড়েছে, যেখানে একটি বিরাট কোবরার আক্রমণ থেকে মা তাঁর সন্তানকে বাঁচিয়েছেন।”