ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির নথির মেয়াদ শেষ, সুখবর দিলো কেন্দ্র

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা সংকটেও সাধারণ মানুষের জীবন যাত্রার ক্ষেত্রে বেশ কিছু চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আনুষাঙ্গিক বিষয়গুলি। যেমন বর্তমানে গাড়ি এবং মোটরসাইকেল ইত্যাদি চলাফেরার ক্ষেত্রে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তবে এগুলির জন্য যথাসময়ে প্রয়োজন হয় গাড়ির নথি রিনিউ করা এবং ড্রাইভিং লাইসেন্স রিনিউ করা। আর বর্তমান পরিস্থিতিতে যখন মানুষের পকেটে টান পড়েছে তখন এগুলি বহন করা খুবই দুরূহ হয়ে পড়ছে। এছাড়াও সংক্রমণ ঠেকাতে ভিড়ের মাঝে গিয়ে এগুলি করাও মুশকিল হয়ে পড়ছে। তবে এইসব কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে গাড়ির নথি এবং ড্রাইভিং লাইসেন্স রিনিউ সংক্রান্ত একটি সুখবর দেওয়া হল।

Advertisements

Advertisements

ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির বেশকিছু নথি যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস, পলিউশন সার্টিফিকেট রিনিউ করার সময়সীমা বাড়ানো হয়েছে। যে কারণে বর্তমান পরিস্থিতিতে গাড়ি নথি এবং ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত মেয়াদ শেষ হয়ে গেলেও তা রিনিউ করার জন্য বেশ কিছুটা সময় পাবেন ব্যবহারকারীরা। এগুলি রিনিউ বা পুনর্নবীকরণ করার সময়সীমা বা মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৩১ শে ডিসেম্বর ২০২০ পর্যন্ত।

Advertisements

দেশে লকডাউন চলাকালীন কেন্দ্রীয় পরিবহনমন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছিল ড্রাইভিং লাইসেন্স, গাড়ি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পারমিট, পলিউশন এবং অন্যান্য সংক্রান্ত তথ্যের মেয়াদ শেষ হলে গেলেও তা ৩০ শে জুন পর্যন্ত বাড়ানো হচ্ছে। এরপর দেশে করোনা সংক্রমণের কম না হওয়াই সেই মেয়াদ বাড়ানো হয় সেপ্টেম্বর মাস পর্যন্ত। আর এবার নতুন একটি নির্দেশিকা জারি করে এই মেয়াদ একেবারেই বছরের শেষ দিন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো।

প্রসঙ্গত জেনে রাখা প্রয়োজন, যে সকল গাড়ির নথি অথবা ড্রাইভিং লাইসেন্স ১লা ফেব্রুয়ারি ২০২০ থেকে ৩১ শে ডিসেম্বর ২০২০ এরমধ্যে মেয়াদ শেষ হলেও তা ৩১শে ডিসেম্বর ২০২০ পর্যন্ত বৈধ বলে গণ্য হবে।

Advertisements