জুন মাস থেকে বাড়ছে দু’চাকা থেকে চারচাকার দাম, কতটা বাড়বে

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রণালয়ের তরফ থেকে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকা থেকে জানা যাচ্ছে আগামী জুন মাসের ১ তারিখ থেকে চারচাকা হোক অথবা দু’চাকা সমস্ত ধরনের গাড়ির দাম বাড়তে চলেছে।

Advertisements

সমস্ত ধরনের গাড়ির এই দাম বাড়তে চলেছে মূলত আইআরডিএ-র বেশ কিছু নিয়মের পরিবর্তন আনার ফলে। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রণালয়ের তরফ থেকে এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গাড়ির দাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি থার্ড পার্টি ইন্সুরেন্স প্রিমিয়ামের ক্ষেত্রেও দাম বৃদ্ধি পাচ্ছে।

Advertisements

কোন গাড়ির ক্ষেত্রে কত দাম বৃদ্ধি পাবে তা সম্পর্কে সূত্র মারফত জানা যাচ্ছে, ভারতীয় বাজারে মোটরসাইকেলের দাম বৃদ্ধি পেতে পারে ১৫ শতাংশ। তবে এই দাম বৃদ্ধির প্রভাব পড়বে মূলত 150cc বা তার বেশি মোটরবাইকগুলির ক্ষেত্রে। এই তালিকায় থাকতে পারে বাজাজ পালসার, কেটিএম আরসি 390, রয়েল এনফিল্ড এবং এই জাতীয় গাড়িগুলিতে।

Advertisements

এবার থেকে টু হুইলার গাড়ির ক্ষেত্রে চালকদের ১৭ শতাংশ বেশি ইন্সুরেন্স গুনতে হবে। একদিকে ইন্সুরেন্সের প্রিমিয়াম বৃদ্ধি এবং অন্যদিকে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির দাম বৃদ্ধি করার কারণে এক ধাক্কায় বহু দাম বাড়তে চলেছে এইসকল দু’চাকা গাড়ির। ফলে পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে আমজনতার পক্ষে দু’চাকা গাড়ি কেনাও অসাধ্য হয়ে পড়তে পারে।

অন্যদিকে চারচাকা গাড়ির ক্ষেত্রে 1000cc থেকে 1500cc যানবাহনের ক্ষেত্রে থার্ড পার্টি ইন্সুরেন্সের দাম বাড়ছে ৬ শতাংশ। এছাড়াও প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের বিভিন্ন মডেলের দাম বৃদ্ধি করতে চলেছে। এর ফলে এই সকল গাড়ির দাম আগামী জুন মাসের ১ তারিখ থেকে অনেক বৃদ্ধি পাবে বলে জানা যাচ্ছে।

Advertisements