Anti-Lock Braking System: জীবন বাঁচাতে পারে, এইসব কারণে মোটরবাইকেও থাকা দরকার ABS!

Antara Nag

Published on:

Advertisements

Motorcycles must have an Anti-Lock Braking System to avoid accidents: দিন দিন উত্তরোত্তর উন্নতি ঘটছে প্রযুক্তির বাজারে। ক্রেতাদের সুরক্ষার্থে অটোমোবাইল সংস্থাগুলিও আনছে বিভিন্ন ধরনের ফিচার। তার মধ্যে অন্যতম হলো ABS। যা বর্তমানে অনেক মোটর বাইকেই থাকে। কিন্তু অনেক রাইডাররা এর সুবিধা বা এর কাজ জানে না। তাই যারা বাইক কেনার পরিকল্পনা করছেন বা বাইক কিনেছেন জেনে নিন বাইকের ABS সিস্টেমের (Anti-Lock Braking System) কাজ ও সুবিধা। যা বাইক চালানোর সময় নিরাপত্তা প্রদান করে।

Advertisements

ABS সিস্টেম কি? ABS সিস্টেম হল মোটর বাইকের এক ধরনের ফিচার। যার পুরো নাম হলো অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (Anti-Lock Braking System)। ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট বা ECU, হুইল স্পিড কন্ট্রোল এবং ডিস্ক ব্রেক তিনটি সিস্টেমের সমন্বয়ে তৈরি এই ABS সিস্টেম। যা বাইকসহ বাইকারদের রাইডিংয়ের সময় নিরাপত্তা প্রদান করে। মূলত এই সিস্টেমের কাজ হল চাকার রোটেনশন পরিচালনা করা। চাকা স্থির না পারা হওয়া পর্যন্ত ব্রেকিং দিতে থাকা। হঠাৎ ব্রেকিং দিলে বাইকের ট্রাকশন সঠিক রাখতে সাহায্য করা। রাইডারদের নিয়ন্ত্রণ না হারানোয় নিরাপত্তা প্রদান করা হলো ABS-এর মূল কাজ। যা কয়েক মিলি সেকেন্ডে কাজ করে।

Advertisements

মূলত ABS সিস্টেমের প্রকার ২ ধরনের হয়। একটি সিঙ্গেল চ্যানেল আরেকটি ডুয়েল চ্যানেল। অর্থাৎ সিঙ্গেল চ্যানেল যা বাইকের সামনের চাকায় প্রদান করা হয়। অপরদিকে ডুয়েল চ্যানেল মানে বাইকের দুটি চাকাতেই প্রদান করা হয়। তবে সব মোটরবাইকে এই সুবিধা পাওয়া যায় না। কারণ এই ফিচারটি অত্যন্ত ব্যয়বহুল।

Advertisements

আরও পড়ুন ? Credit Card: ইলেকট্রিক বিল থেকে গ্যাস বুকিং, এই দুই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলেই খসবে বাড়তি টাকা

ABS সিস্টেম কি কি সুবিধা প্রদান করে

পিচ্ছিল রাস্তায় বিশেষ করে বর্ষাকালে বাইক চালানোর সময় মোটরবাইক যাতে স্লিপ না করে সেদিকে নিরাপত্তা প্রদান করে ABS সিস্টেম (Anti-Lock Braking System)। এছাড়াও ABS সিস্টেম যেহেতু পুরো মনিটরিং করে সেক্ষেত্রে চাকা, ব্রেকিং শনাক্তকরণ, ব্রেকিং ওয়্যারকে ক্ষতির হাত থেকে বাঁচায়। রাইডারদের ইমার্জেন্সি ব্রেকিংয়ের সময় নিয়ন্ত্রণ বৃদ্ধি করে এই সিস্টেম। পাশাপাশি আচমকা ব্রেক করলে চাকা যাতে না লক হয়ে যায় সেদিকে সুবিধা প্রদান করে ABS সিস্টেম।

প্রসঙ্গত, পূর্বে শুধুমাত্র চার চাকা, বাস এই ধরনের বড় বড় গাড়িতে এই সুবিধা দেওয়া হতো। তবে সাম্প্রতিক সময়ে যে হারে বাইক দুর্ঘটনা ঘটছে সেক্ষেত্রে নিরাপত্তা প্রদানে ১১০ সিসি, ১২৫cc, ১৫০ সিসি বা তার বেশি সিসির বাইকেও অ্যান্টি লক বেকিং সিস্টেমের (Anti-Lock Braking System) সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষত যারা লং ড্রাইভ করেন বা কোথাও বাইক নিয়ে ঘুরতে যান তাদের অবশ্যই এই ফিচারযুক্ত বাইক ব্যবহার করা উচিত।

Advertisements