নিজস্ব প্রতিবেদন : চিনা প্রযুক্তিকে টেক্কা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয়দের শিক্ষা দিয়েছেন আত্মনির্ভর হওয়ার। আর এবার সেই শিক্ষাই কি ধীরে ধীরে বাস্তবায়নের পথে। অন্ততপক্ষে জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী সংস্থা Motorola এমনটাই দেখিয়ে দিলো।
সম্প্রতি তারা একটি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। Motorola -র এই স্মার্টফোন Made in India হওয়ার পাশাপাশি খুব কম দামে দুর্দান্ত ফিচার নিয়ে এসেছে। Motorola এর তরফ থেকে নতুন যে স্মার্টফোনটি আনা হয়েছে তা হলো Moto E7 Power।
Moto E7 Power ফোনটি দশ হাজার টাকার কম দামে যে সকল ফিচার দিচ্ছে তাতে তারা বাজারের যেকোন পাঁচটি সংস্থার ফোনকে অনায়াসেই টেক্কা দিতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন এই মোবাইলটির দুটি ভ্যারিয়েন্ট আনা হয়েছে। তবে দুটি ফোনের দামই ১০ হাজার টাকার নিচে।
Moto E7 Power-এর ফিচার
১) Moto E7 Power-এর দুটি ভ্যারিয়েন্টের মধ্যে একটি হলো 4GB RAM +64GB স্টোরেজ এবং অন্যটি হলো 4GB RAM+ 32GB স্টোরেজের।
২) দাম পড়বে একটির ৮২৯৯ টাকা এবং অন্যটি ৭৪৯৯ টাকা।
৩) এই ফোন দুটিতে মাইক্রো এসডি কার্ড লাগানোর ব্যবস্থা রয়েছে। অর্থাৎ এক্সপেন্ডেবল মেমোরি হিসেবে ১ টিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগানো যেতে পারে।
৪) ফোনটিতে ডিসপ্লে রয়েছে ৬.৫ ইঞ্চির Max Vision HD+। অ্যাসপেক্ট রেশিও ২০:৯।
৫) MediaTek Helio G25 octa-core চিপসেট প্রসেসর রয়েছে এই ফোনটিতে।
৬) ফাস্ট চার্জিং সহ ৫০০০ mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।
৭) 13MP+2MP এবং 5MP ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটিতে।
[aaroporuntag]
৮) ফোনটি 4G VoLTE। ডুয়াল SIM (ন্যানো+ন্যানো)। এছাড়াও Android 10 দেওয়া হচ্ছে এই স্মার্টফোনটিতে।