Motorola has launched a new 5G phone called Moto G34 5G: বর্তমানে স্মার্টফোন ছাড়া একমুহুর্ত চলা অসম্ভব। যত দিন যাচ্ছে তত অত্যাধুনিক স্মার্টফোন বাজারে লঞ্চ করছে বিভিন্ন কোম্পানি। এমনই একটি অত্যাধুনিক ফিচারস সম্পন্ন ফোন বাজারে নিয়ে এসেছে Motorola। এই ফোনটির নাম হলো Moto G34 5G। ফোনটির মধ্যে যে গুরুত্বপূর্ণ ফিচারস রয়েছে সেগুলি হল- স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স এবং প্রসেসর। যেকোনো ব্যবহারকারীর জন্য সবথেকে বড় চমক হল স্ন্যাপড্রাগন 695 চিপসেট। এর ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা হবে আরো ভালো। এর সঙ্গে আছে আরো একটি উপরি পাওনা। জানতে চান সেটি কি?
আজকের প্রতিবেদনটি আপনি যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে অবশ্যই বিস্তারিতভাবে সবটুকুই জানতে পারবেন। Motorolaর এই ফোনের (Moto G34 5G) সঙ্গে জিও নিয়ে আসছে দুর্দান্ত অফার। আপনি পেয়ে যাবেন ৪,৫০০ টাকা পর্যন্ত বেনিফিট। আপনি যদি এবছরই নতুন ফোন কিনবেন বলে ভেবে থাকেন তাহলে আর দেরি নয়, চলতি বছরের ১৭ই জানুয়ারি বাজারে লঞ্চ করা হচ্ছে এই নতুন ডিভাইস। জিও ব্যবহারকারীরা এটি কিনলেই পাবেন বিশাল অফার। তার মধ্যে রয়েছে ২,০০০ টাকার রিচার্জ ভাউচার অর্থাৎ ৫০ টাকার মোট ৪০টি ভাউচার। এছাড়াও ৩৯৯ টাকার প্রিপেড প্ল্যানের ক্ষেত্রে এই ভাউচারগুলি খুবই কার্যকরী। পাশাপাশি পেয়ে যাবে Ajio থেকে ২,৫০০ টাকা শপিং করে ৫০০ টাকার ডিসকাউন্ট। আবার আপনি নেটমেডস্ ওয়ালেট ক্যাশও পেয়ে যাবেন, এরফলে সহজেই ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে মোটা টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।
কত দাম হতে পারে এই আধুনিক ফোনের? Moto G34 5G ফোনটি আপনি পেয়ে যাবেন দুটি স্টোরেজ অপশনে। 4GB+128GB স্টোরেজ মডেলের দাম হলো ৯,৯৯৯ টাকা এবং হাই-এন্ড 8GB+128GB স্টোরেজ ভার্সনের দাম ১০,৯৯৯ টাকা। আপনি তিনটি কালারে পেয়ে যাবেন এই ফোন যেমন – চারকোল ব্ল্যাক, আইস ব্লু এবং ওশিয়ান গ্রিন। মটোরোলার এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000mAh ব্যাটারি। ব্যাটারিটি 20W ফাস্ট চার্জিং হতে সাপোর্ট করবে। মোটোরোলা এই ফোনের সঙ্গে এক বছরের ওএস আপডেটের প্রতিশ্রুতি দেওয়া থাকবে।
আরও পড়ুন ? WhatsApp Call Recording: ফোন কলের মতোই এবার করা যাবে WhatsApp কল রেকর্ডিং, দেখে নিন সহজ পদ্ধতি
অত্যাধুনিক এই ফোনটিতে অবশ্য আপনি পেয়ে যাবেন আপনার মন মত অনেক ফিচারস। পারফরম্যান্সের দিক থেকে Moto G34 5G এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসরের সাহায্যে চালিত হবে। এছাড়াও আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর 50MP। পাশাপাশি সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকবে একটি 2MP ম্যাক্রো সেন্সর। ফোনের সামনে থাকা 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য একেবারে আদর্শ।
বাড়তি বহু ফিচারস রয়েছে এই ফোনটিতে। একটি ৬.৫ ইঞ্চির LCD ডিসপ্লে, যা HD+ রেজ়োলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দিতে পারে। ফোনটির মধ্যে ব্যবহৃত এই ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট 240Hz। পাশাপাশি ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে পান্ডা গ্লাস।