নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে দেশের বিভিন্ন রাজ্য থেকে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে পা রাখছেন বঙ্গে পদ্মফুল ফোটাতে। ঠিক তেমনি গত কয়েকদিন ধরে বঙ্গে পা রেখেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। যার পরেই তিনি বিভিন্ন এলাকায় তার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
বুধবার বীরভূমের ইলামবাজার এবং বোলপুরে কর্মসূচির পর বৃহস্পতিবার পৌঁছান রামপুরহাটে। রামপুরহাটে পৌঁছে নিজের কর্মসূচির শুভারম্ভ করার আগে তারাপীঠে গিয়ে তারা মায়ের পুজো দেন। আর তারা মায়ের পুজো দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠা এবং মমতা সরকারের নিষ্পত্তি চাইলেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী নরোত্তম মিশ্র জানান, “তারা মায়ের কাছে প্রার্থনা করলাম পশ্চিমবঙ্গে বিজেপি সরকার যেন তৈরি হয়ে যায়। মমতা ব্যানার্জির কুশাসনের সমাপ্তি হয়ে যায়। সবাই যেন সুখী থাকেন, সবাই যেন সমৃদ্ধ হন এবং সবাই যেন সুস্থ থাকেন। তারাপীঠে এসে আমার মন শান্তি পেলো। এখানকার পরিবেশের আরও উন্নতি প্রয়োজন।” পাশাপাশি তিনি এদিন জানান, “আগামী তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গে মমতা সরকারের শাসনের অবসান ঘটবে।”
কৃষি আন্দোলন নিয়ে এদিন মন্ত্রী নরোত্তম মিশ্রর অভিযোগ, “কিছু মানুষ সবসময় ভালো কাজের বিরোধিতা করেন। এইসব লোকেরা সিএএ (CAA) নিয়ে মিথ্যা প্রচার করেছিলেন। বলেছিলেন তিন পুরুষের কাগজ দেখাতে হবে। আর তা না হলে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু সেসব কিছু হয়নি। ঠিক তেমনই কৃষি আইন সম্বন্ধে বলা হচ্ছে কৃষাণ মান্ডি বন্ধ হয়ে যাবে, এমএসপি পাওয়া যাবে না। কিন্তু এই সকল সমস্ত কিছু মিথ্যা কথা। ধীরে ধীরে এগুলি কৃষকরা বুঝতে পারবেন। এরা কংগ্রেসের লোক, কমিউনিস্টের লোক, এরা কৃষক নয়। কৃষকরা এগুলি বুঝলে সমাধান হয়ে যাবে।”