Online-এ অর্ডার দিয়েছিলেন Mobile ফোন, বিজেপি সাংসদের ঘরে এলো পাথর

নিজস্ব প্রতিবেদন : অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে খোদ প্রতারণার শিকার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলে অভিযোগ। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা মোবাইল ফোনের প্যাকেট খুলতেই চক্ষু চড়কগাছ বিজেপি সাংসদ ও তার পরিবারের সদস্যদের। ওই বিজেপি সাংসদ অনলাইনে রেডমি ৫এ মোবাইল ফোন অর্ডার দিয়েছিলেন। কিন্তু সেই মোবাইল ফোনের প্যাকেটে ফোনের বদলে এসে পৌঁছালো পাথর।

মালদহ উত্তর কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী নিজে ওই মোবাইলটির জন্য ১১৯৯৯ টাকা দিয়েছেন যখন রবিবার তাঁর বাসভবন বাঁধরোডের ঠিকানায় এসে পৌঁছায় প্যাকেট বন্দি ওই ফোনটি। যদিও ওই বিজেপি সাংসদ মোবাইলটি আসার সাথে সাথেই কুরিয়ার সার্ভিস বয়ের সামনে প্যাকেট খোলেননি। পরের দিন সোমবার প্যাকেট খুলতেই দেখেন এমন কাণ্ড। প্যাকেট খুলতেই বেরিয়ে আসে মোবাইলের পরিবর্তে দুটি পাথর।

ঘটনার পর বিজেপি সাংসদ খগেন মুর্মু পুলিশে বিষয়টি জানান। তিনি এও বলেন, স্থানীয় স্তরে প্রতারণা চক্র থাকতে পারে। পুলিশকে বিষয়টি দেখার জন্য জানানো হয়েছে।