ফস্কালো সহজ ক্যাচ, রাগলেন ধোনি, রইলো ভিডিও

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনাকালে চলতি বছর অসমাপ্ত আইপিএল-এর দ্বিতীয় ভাগের শুরুতেই জয় দিয়ে যাত্রা শুরু করলো চেন্নাই সুপার কিং। তবে এই যাত্রা শুরু করার আগে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে একটি সহজ ক্যাচ ফস্কাতে দেখা যায়। যা নিয়ে প্রচন্ড রাগান্বিত দেখা যায় ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকে।

Advertisements

এ দিনের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে মুহূর্তের বিভ্রান্তির জন্য এই সহজ ক্যাচ ফস্কে যায়। একদিকে ক্যাপ্টেন কুল বলের পিছনে ছুটছেন, অন্যদিক থেকে ছুটে আসছেন ডোয়েন ব্র্যাভো। আর এমত অবস্থায় মুহূর্তের মধ্যে ঘটে যায় সেই বিভ্রান্তি। তারপরেই দুজনের মধ্যে কেউই সেই ক্যাচ তালুবন্দী করতে পারেননি।

Advertisements

চেন্নাই-এর বিরুদ্ধে মুম্বইয়ের রবিবারের ম্যাচে ১৭.৪ ওভারে দীপক চাহারের বলে শর্ট ফাইন লেগের প্যাডেল শর্ট হাঁকাতে যান মুম্বইয়ের সৌরভ তিওয়ারি। কিন্তু ঠিকঠাক টাইমিং না হওয়ায় সেই বল শূন্যে ভেসে যায়। উইকেটের পিছন দিকে বল হাওয়ায় ভেসে যাওয়ায় ক্যাচ ধরতে ছুটে যান ধোনি। অন্যদিকে আবার ৩০ গজের কাছে দাঁড়িয়ে থাকা ডোয়েন ব্র্যাভো সেই ক্যাচ ধরতে ছুটে আসেন।

Advertisements

দুজনেই দুদিক থেকে ছুটে আসার মুহূর্তে ধোনি কল করেন। আবার একইভাবে কল করতেও দেখা যায় ডোয়েন ব্র্যাভোকে। আর দুজনের মুহূর্তের এই বিভ্রান্তিতে সেই সহজ ক্যাচ কারোরই তালুবন্দি হয়নি। দুজনেই দুজনের কাছে এসে যাওয়ার পর ঠিক মাঝখান দিয়ে গলিয়ে যায় সেই বল। আর এমত অবস্থায় ক্যাপ্টেন কুল রেগে গিয়ে ব্রাভোর ওপর ক্ষোভ উগরে দেন। আবার অন্যদিক থেকে ধোনিকে উদ্দেশ্য করেও ব্র্যাভোর অঙ্গিভঙ্গি করতে দেখা যায়।

এদিনের এই ম্যাচে চেন্নাই সুপার কিং তাদের ব্যাটিং পর্বে শুরুটা একদম খারাপ করলেও পরে পরিস্থিতি সামাল দেয় অন্যান্যরা। নির্ধারিত ২০ ওভারের চেন্নাইয়ের রান সংখ্যা দাঁড়ায় ৬ উইকেটে ১৫৬। আর এই অল্প সংখ্যক রান তাড়া করতে নেমেও মুম্বই নির্ধারিত ওভারে নিজেদের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস ২০ রানে এই ম্যাচে জয়লাভ করে।

Advertisements