৬ লক্ষ কোটি টাকার বিনিয়োগ করতে চলেছেন আম্বানি, ১০ লক্ষ চাকরির হাতছানি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের অন্যতম ধনী শিল্পপতি তো অবশ্যই, পাশাপাশি বিশ্বের ধনী শিল্পপতিদের মধ্যে অন্যতম হলেন ভারতের মুকেশ আম্বানি। বিভিন্ন ক্ষেত্রে তার সংস্থার বিনিয়োগ যেমন ভারতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক তেমনই তাঁর ধনকুবের তৈরি হওয়ার পথ ত্বরান্বিত করেছে। এই মুকেশ আম্বানি এবার দেশের মাটিতে নতুন করে ৬ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন। এই বিনিয়োগের ফলে ১০ লক্ষ চাকরির সুযোগ হাতছানি দেবে বলেই দাবি করা হচ্ছে।

Advertisements

মুকেশ আম্বানির সংস্থা এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চলেছে গুজরাতে। গুজরাতকে কার্বনমুক্ত করার লক্ষ্যে গ্রিন এনার্জিতে মুকেশ আম্বানির সংস্থা বিনিয়োগ করবে ৮০ বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ৫ লক্ষ ৯৫ হাজার কোটি টাকা। এর ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আনুমানিক ১০ লক্ষ কর্মসংস্থান হবে বলেই মনে করা হচ্ছে।

Advertisements

ইতিমধ্যেই এই বিষয়ে গুজরাত সরকারের সঙ্গে মৌ স্বাক্ষর হয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্সের। গত বৃহস্পতিবার এই মৌ স্বাক্ষর হয়েছে বলে জানা যাচ্ছে। মৌ স্বাক্ষর হওয়ার পর সংস্থার তরফ থেকে বিবৃতি দিয়ে পুরো প্রকল্প সম্পর্কে ঘোষণা করা হয়েছে। সংস্থার তরফ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, গুজরাতকে নেট জিরো ও কার্বনমুক্ত করার লক্ষ্যেই ওই প্রকল্প। ১০ থেকে ১৫ বছরের মধ্যে ১০০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনকারী প্ল্যান্ট ও গ্রিন হাইড্রোজেন ইকো সিস্টেম স্থাপন করা হবে রাজ্যে।

Advertisements

এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই জমির খোঁজ শুরু করেছে সংস্থা। গুজরাতের কচ্ছ, বনসকণ্ঠ ও ধোলেরা এলাকায় জমি চাইছে রিলায়েন্স। এর পাশাপাশি সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে এই রাজ্যে আরও ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সংস্থা।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, মুকেশ আম্বানির সংস্থা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় লগ্নি করে চলেছে। দিন কয়েক আগেই তারা লগ্নি করেছে অনলাইন ডেলিভারি সংস্থা ডুনজোতে। এই সংস্থার ২৫.৮ শতাংশ শেয়ার কিনেছে তারা। জানা যাচ্ছে কেবলমাত্র এই শেয়ার কেনার জন্য সংস্থা ১ হাজার ৪৮৮ কোটি টাকা বিনিয়োগ করেছে। এছাড়াও নিউইয়র্কে বিলাসবহুল হোটেল, লন্ডনে বিলাসবহুল বাড়ি ইত্যাদির ক্ষেত্রেও বিনিয়োগ করে চলেছে মুকেশ আম্বানির সংস্থা।

Advertisements