নিজস্ব প্রতিবেদন : ভারতে প্রথম 4G পরিষেবা এনে টেলিকম সেক্টরে বিপ্লব এনে দিয়েছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। Jio নামে তারা পরিষেবা শুরু করার পর বর্তমানে দেশের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এবার তারাই দেশে প্রথম 5G পরিষেবা আনবে তা নিয়ে বদ্ধপরিকর। এমনকি এই পরিষেবা কলকাতায় কবে চালু হবে তাও সোমবার ঘোষণা করলেন মুকেশ আম্বানি।
সোমবার ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা। সেখানেই মুকেশ আম্বানিকে এই 5G পরিষেবা নিয়ে ঘোষণা করতে দেখা যায়। মুকেশ আম্বানি এদিন বলেন, “চলতি বছর দিওয়ালির মধ্যেই দেশের চারটি শহরে 5G পরিষেবা চালু করে দেওয়া হবে। এই চারটি শহর হল দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। এছাড়াও আরও একাধিক শহরে 5G পরিষেবা রোল আউট করা হবে।”
মুকেশ আম্বানির ঘোষণা অনুযায়ী আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরেই কলকাতার বাসিন্দারা jio 5g পরিষেবা ব্যবহার করতে পারবেন। অন্যদিকে এই গুরুত্বপূর্ণ শহরগুলি বাদে দেশের সর্বত্র 5G পরিষেবা পৌঁছে দেওয়ার ঘোষণাও একরকম তাকে করতে দেখা যায়। এই বিষয়ে তিনি জানান, “আমরা ভারতের প্রতিটি শহরে Jio 5G পরিষেবা পৌঁছে দেব।” দু’লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলেও তিনি জানিয়েছেন।
এছাড়াও মুকেশ আম্বানি এদিন যা ঘোষণা করেছেন তা থেকে মনে করা হচ্ছে, এই 5G পরিসেবা উপভোগ করার জন্য গ্রাহকদের খুব একটা বেশি খরচ করতে হবে না। কারণ মুকেশ আম্বানি জানান, “Jio 5G সাশ্রয়ী মূল্যের দুর্দান্ত মানের পরিষেবা দিতে দায়বদ্ধ। Jio 5G হবে বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে উন্নত 5G নেটওয়ার্ক। রিলায়েন্স জিও বিশ্বের দ্রুততম 5G রোলআউট প্ল্যান তৈরি করেছে।”
5G পরিষেবা ছাড়াও জিও আগামী দিনে 5G স্মার্টফোন আনার বিষয়েও পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এই ফোন অনেক কম দামে লঞ্চ করা হবে বলেও জানা যাচ্ছে। যদিও এখনই এই বিষয়ে কিছু বলতে দেখা যায়নি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে।