ভারতের দ্বিতীয় ধনীতম ব্যক্তি হলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি। সম্পত্তির দিক থেকে আদানী গ্রূপের গৌতম আদানীর পরেই তাঁর স্থান। তাঁর বর্তমান সম্পদের হিসেব রাখতে হলে সাধারণ ক্যালকুলেটরের পক্ষে সম্ভব না। এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮৪ বিলিয়ন ডলার বা ভারতীয় মূল্যে ৬ লক্ষ ৯৬ হাজার কোটি টাকা।
বিখ্যাত বাণিজ্যিক সংবাদদাতা সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, আম্বানি গত সপ্তাহতেই কুয়েতের পুঁজিপতি মোহাম্মদ আল শায়াররের কাছ থেকে বাড়িটি কিনেছেন। এর আগে এবছরের গোড়ার দিকে ছেলে অনন্ত আম্বানির জন্য দুবাইতেই মোট ৮০ মিলিয়ন ডলার খরচ করে (ভারতীয় মূল্য প্রায় ৭০০ কোটি) একটি বাড়ি কিনেছিলেন। রিলায়্যান্স ইন্ডাস্ট্রির কেনা এই প্রাসাদে একটি ব্যক্তিগত স্পা, ইনডোর ও আউটডোর পুল এবং ১০টি বেডরুম রয়েছে।
জানা গিয়েছে সম্প্রতি এই বিপুল ধন সম্পত্তির মালিক দুবাইয়ের বিখ্যাত আর্টিফিশিয়াল আইল্যান্ড পাম জুমেইরাহতে ১৬৩ মিলিয়ন ডলার খরচ করে (ভারতীয় মূল্যে প্রায় ১,৩৪৯.৬০ কোটি টাকা) একটি বিশাল প্রাসাদ কিনেছেন।
অক্টোবরের শুরুতেই পাম জুমেইরাহে দ্বীপে ৮২ মিলিয়ন ডলারের একটি ভিলা বিক্রি হয়েছিল। এবার সেই লেনদেনের মূল্যকে ছাপিয়ে, প্রায় দ্বিগুণ দাম দিয়ে ১৬৩ মিলিয়ন ডলারের প্রাসাদ কিনলেন মুকেশ আম্বানি। কাসা ডেল সোল নামক এই প্রাসাদে ৮ টি বেডরুম এবং ১৮ টি বাথরুম রয়েছে। এটির বেসমেন্টে একটি জিমনেসিয়াম, একটি সিনেমা থিয়েটার, বোলিং অ্যালি, জ্যাকুজি এবং একটি ১৫ টি গাড়ি পার্কিং সুবিধা রয়েছে।
এতদিনের মধ্যে দুবাইতে যত সম্পত্তি বিক্রি হয়েছে তার মধ্যে এটিই সর্বাধিক ব্যয়বহুল। দুবাইয়ের ভূমি দফতর থেকেও এই খবর নিশ্চিত করেছে। তবে তাদের পক্ষ থেকে ক্রেতার নাম প্রকাশ করা হয়নি। তবে তাৎপর্যপূর্ণ ভাবে, পরপর এতগুলি সম্পত্তি কেনা থেকে বোঝা যাচ্ছে যে অদূর ভবিষ্যতে আম্বানি দুবাইতে নিজের প্রতিপত্তি সম্প্রসারণ করতে চাইছেন। কারণ অতি সম্প্রতি এই দুই প্রাসাদ কেনার আগে গত বছরই ৭৯ মিলিয়ন ডলার খরচ করে ইউকে কান্ট্রি ক্লাব স্টোক পার্ক কিনেছিলেন তিনি।