করোনা সংক্রমণ বাড়তেই ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুকেশ আম্বানি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রিলায়েন্স সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি বিশ্বের অন্যতম শিল্পপতি নামেই পরিচিত। তবে এই শিল্পপতির ব্যবসা ছাড়াও একাধিক জনদরদি কাজ সব সময় নজর কাড়ে দেশের মানুষের। তার জ্বলন্ত উদাহরণ ভারতে প্রথম করোনা সংক্রমণের সময় তার আর্থিক অনুদানের স্বতঃস্ফূর্ততা। আর এবার করোনার দ্বিতীয় ঢেউ দেশে ছড়িয়ে পড়তেই তিনি ফের একবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। তবে এবারের সাহায্য গতবারের থেকেও অনেকটা প্রশংসনীয়।

Advertisements

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই নাজেহাল বেশিরভাগ রাজ্য, তবে সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। মহারাষ্ট্রে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে হাসপাতালগুলিতে ইতিমধ্যেই বিপুল পরিমাণে অক্সিজেনের ঘাটতি লক্ষ্য করা গেছে। আর এই অক্সিজেনের ঘাটতি সামনে আসতেই হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ করার সিদ্ধান্ত নিলেন মুকেশ আম্বানি এবং তার সংস্থা।

Advertisements

মহারাষ্ট্রের নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডের টুইট করে জানিয়েছেন, মুকেশ আম্বানির শোধনাগার থেকে অক্সিজেন সরবরাহ করা হবে। বিশ্বের সবথেকে বড় শোধনাগারটি হল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্সের। আর তাদের উদ্যোগে বিনা খরচে গুজরাত থেকে মহারাষ্ট্রে আনা হচ্ছে অক্সিজেন। অন্যদিকে অক্সিজেনের ঘাটতি মেটাতে কেরলের কোচির ভারত পেট্রোলিয়াম শোধনাগার থেকেও ২০ টন অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

Advertisements

[aaroporuntag]
প্রসঙ্গত, ভারতে এই প্রথম টানা দিন কয়েক ধরে দু’লক্ষের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এর আগে দিনে এত সংখ্যক মানুষের করোনা আক্রান্ত হওয়ার রেকর্ড নেই। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৪ হাজার ৬৯২ জন। নতুন করে প্রাণ হারিয়েছেন ১৩৪১ জন।

Advertisements