মুকেশ আম্বানি বেতন নেননি একবছর, করেছেন দান, পরিমাণ জানলে চমকে দেওয়ার

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : এশিয়া তথা বিশ্বের ধনকুবেরদের মধ্যে তালিকায় যাদের নাম আসে তাদের মধ্যে অন্যতম হলেন রিলায়েন্স সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি। ব্লগবার্গের তথ্য অনুযায়ী বর্তমানে তার সংস্থার মোট সম্পত্তির পরিমাণ ৭৬.৩ বিলিয়ন ডলার।

Advertisements

Advertisements

তবে সংস্থার এই বিপুল সম্পত্তির হলেও তিনি এই সংস্থায় চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে রয়েছেন। এর জন্য তিনি প্রতি অর্থবর্ষে নিজের বেতন নিয়ে থাকেন। কিন্তু বর্তমান করোনাকালে মুকেশ আম্বানি নিজের প্রাপ্য বেতন নেন নি। প্রাপ্য বেতন না নেওয়ার পাশাপাশি সেই বেতন স্বেচ্ছায় দান করেছেন।

Advertisements

সম্প্রতি ২০২০-২১ অর্থবর্ষের বার্ষিক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বিগত অর্থবর্ষ অর্থাৎ ২০১৯-২০ অর্থবর্ষে রিলায়েন্স সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মুকেশ আম্বানি নিজের বেতনের কোন অংশ নেন নি। তিনি তার বেতনের সম্পূর্ণটাই উৎসর্গ করেছেন করোনা মোকাবিলার জন্য।

গত একবছরের বেতন করোনা মোকাবিলার জন্য উৎসর্গ করার পাশাপাশি মুকেশ আম্বানি আরও একটি নজির তৈরি করেছেন। সেই নজির হলো গত ১২ বছর ধরে নিজের বেতন বৃদ্ধি করেন নি। ২০০৯ সাল থেকে তিনি যে পরিমাণ বেতন নির্ধারণ করেছিলেন সেই পরিমাণ বেতনই এখনো রেখে দিয়েছেন।

গতবছর সংস্থার তরফ থেকে জানানো হয়, করোনা সংক্রমণের কারণে ভারতের সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে ব্যাপকভাবে। এই অবস্থায় রিলায়েন্স সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি নিজের বেতনের পুরোটাই স্বেচ্ছায় দান করে নিতে চান।

প্রশ্ন হল মুকেশ আম্বানির বেতন কত?

সংস্থার ২০২০-২১ অর্থবর্ষের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, রিলায়েন্স সংস্থার কর্ণধার তথা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি প্রতি অর্থবর্ষে নিজের বেতন হিসাবে ১৫ কোটি টাকা নিয়ে থাকেন। তিনি এই পরিমাণ অর্থ ২০০৯ সাল থেকেই নিয়ে আসছেন।

Advertisements