১০ হাজার কোটি ডলার সম্পত্তি, সামনে এলো আম্বানির সম্পত্তির পরিমাণ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের অন্যতম ধনী ব্যক্তি রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। মুম্বইয়ে প্রাসাদ প্রমাণ বাড়ির মালিক এই মুকেশ আম্বানি এবার হয়ে উঠলেন ১০ হাজার কোটি ডলারের সম্পত্তির মালিক। শেয়ারে লম্বা লম্বা লাফের দরুণ আম্বানি এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়ে উঠলেন। শুক্রবার মুকেশ আম্বানি ৩৭০ কোটি ডলার মুনাফা অর্জন করেছেন। আর এই লম্বা লাফের কারণেই তিনি বর্তমানে এই সম্পত্তির মালিক হয়ে উঠেছেন।

Advertisements

Advertisements

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মুকেশ আম্বানির পরিবারের মোট শেয়ার রয়েছে ৪৯.১৪ শতাংশ। তবে সম্প্রতি শেয়ার বাজারের দর বৃদ্ধি পাওয়ার কারণে কেবলমাত্র মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ এক লাফে বেড়েছে ৫৪ হাজার কোটি টাকা। আর এই সম্পত্তি বৃদ্ধি পাওয়ার পর মুকেশ আম্বানি এখন দেশ তথা এশিয়ার ধনীতম ব্যক্তি হিসেবে নিজের জায়গা আরও মজবুত করলেন।

Advertisements

করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন দেশের বহু সংস্থা লোকসানের মুখ দেখলেও মুকেশ আম্বানির সংস্থা সবথেকে বেশি লাভবান হয়েছে। ২০২০ সালের মার্চ মাস থেকে এখনো পর্যন্ত মুকেশ আম্বানির শেয়ার বৃদ্ধি পেয়েছে ১২৫% পর্যন্ত। শুধু তাই নয় সদ্য শুরু হওয়া অর্থবর্ষে তার এবং তার সংস্থার শেয়ার বৃদ্ধি পেয়েছে ২২ শতাংশ।

চলতি বছরের মার্চ মাসে রিলায়েন্স মিড ক্যাপে মুকেশ আম্বানির সংস্থার মোট মূলধন ছিল ৭ লাখ কোটি টাকার কিছু বেশি। বর্তমানে গত শুক্রবার মার্কেট বন্ধ হওয়ার সময় এই সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ১৫ লাখ কোটি টাকারও কিছু বেশি। অন্যদিকে কেবলমাত্র এই সময়ের মধ্যে আম্বানি পরিবারের শেয়ার বেড়েছে ১৩২ শতাংশ। গত মার্চ মাসে যেখানে আম্বানির পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ছিল সাড়ে চার হাজার কোটি ডলার, সেই অংকটা বর্তমানে ১০ হাজার কোটি ডলার।

আম্বানির সংস্থার সম্পত্তি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ভাগ্যের দৌলতে একই সময়ে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে আম্বানির পরিবারের অংশীদারিত্বেও। গত ৪ বছর আগে যেখানে ৪৫.৩ শতাংশ ছিল, গত বছরের মার্চ মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৮.৮৭ শতাংশে। আর এখন তা আরও বেড়ে দাঁড়িয়েছে ৪৯.১৪ শতাংশ।

Advertisements