Jio Coin: আম্বানি বাজারে আনছে নিজস্ব কয়েন, কিভাবে আপনিও পাবেন এই কয়েন?

Prosun Kanti Das

Published on:

Advertisements

Jio Coin: ভারত তথা পৃথিবীর অন্যতম ধনী ব্যবসায়ী হলো মুকেশ আম্বানি। যেকোন ব্যবসাতেই নিজের আধিপত্য বিস্তার করতে তিনি পারদর্শী। সম্প্রতি তিনি মার্কেটে আনতে চলেছেন নিজস্ব কয়েন। এই কয়েনের নাম হল জিয়ো কয়েন। জানেন কি কাজ করে এই জিও কয়েন? আদৌ কি কোন কাজে লাগবে মুকেশ আম্বানির তৈরি করা এই কয়েন? এটাই অনেকের কাছে স্পষ্ট নয়। তবে কোন বড় চমক অপেক্ষা করছে সকলের জন্য সেটা বোঝাই যাচ্ছে।

Advertisements

এই কয়েন কিন্তু হাজির হয়ে গেছে জিয়ো প্ল্যাটফর্মে। এর নাম রাখা হয়েছে জিয়ো কয়েন (Jio Coin)। যারা jio-র এই কয়েন নিতে ইচ্ছুক তারা জিয়ো অ্যাপ বা ওয়েবসাইটে ঢুকলেই কয়েন পেয়ে যাবেন। জিও কয়েন নিতে গেলে খরচ করতে হবে না এক টাকাও। কিন্তু এই কয়েন কোন কাজে লাগবে সেটা আগে জানা দরকার।

Advertisements

সূত্র মারফত জানা যাচ্ছে যে, মুকেশ আম্বানি পদার্পণ করতে চলেছেন ক্রিপ্টোকারেন্সির জগতে। ব্লক চেন পলিগনের সাথে টাইআপ করে বাজারে ক্রিপ্টোকারেন্সি (Jio Coin) আনছেন তিনি। এই নয়া সিদ্ধান্তের পিছনে কি ব্যবাসায়িক কৌশল রয়েছে তা জানায়নি রিলায়েন্স? যথারীতি রিলায়েন্সের তরফে অফিশিয়ালি এই কয়েন সংক্রান্ত বিষয় নিয়ে কিছুই প্রকাশ্যে আনা হয়নি। প্রতিবেদনটিতে পেয়ে যাবেন আপনার সমস্ত অজানা প্রশ্নের উত্তর।

Advertisements

আরও পড়ুন: রিচার্জের দাম ৩১ টাকা কমালো Jio, সুবিধা থাকছে আগের মতই

কীভাবে সংগ্রহ করতে হবে মুকেশ আম্বানির এই কয়েন (Jio Coin)? প্রথমে ফোনে জিয়োস্পিয়ার (JioSphere) অ্যাপটি ডাউনলোড করতে হবে। এই অ্যাপটি Google Play Store এবং Apple App Store-এ উপলব্ধ রয়েছে। অ্যাপটি ডাউনলোড করার পরে, সাইন আপ করতে হবে। এরপর দিতে হবে নাম, মোবাইল নম্বর ও ওটিপি, তারপর সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

অ্যাকাউন্ট একবার তৈরি হয়ে গেলে ইন্টারনেট পরিষেবার জন্য JioSphere ব্রাউজার ব্যবহার করতে হবে আপনাকে। আপনি যখন অ্যাপ ব্রাউজার ব্যবহার করা শুরু করবেন, আপনি ধীরে ধীরে পুরস্কার হিসাবে জিয়ো কয়েন (Jio Coin) পেতে শুরু করবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিনামূল্যে পাওয়া জিয়ো কয়েনগুলি অ্যাপের ওয়ালেটে জমা হবে। যখনই কোন গ্রাহক অ্যাপ এ অ্যাকাউন্ট তৈরি করবেন সেই সময় অ্যাপ সেটিংসে জিও কয়েনের জন্য Opt-in বিকল্পটি দেখতে পাবেন। যা দেখে সহজেই বোঝা যায় যে শীঘ্রই ক্রিপ্টোকারেন্সির বাজারে আলোড়ন তৈরি করতে চলেছে।

Advertisements