Reliance Disney Deal: ঘুম উড়ছে অ্যামাজন প্রাইম থেকে জি-ফাইভের! সব থেকে বড় ডিল করতে চলেছেন আম্বানি

নিজস্ব প্রতিবেদন : টেলিকম জগতে ধামাকা দেখানোর উপর ব্রডব্যান্ড জগতেও ধামাকা দেখাচ্ছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)। আবার এসবকে অতীত করে নতুন এক ডিল করতে চলেছেন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির সেই ডিলকে বিনোদন জগতের সবচেয়ে বড় ডিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ডিল হয়ে গেলে আম্বানিদের হাতে চলে আসবে ১০০টির বেশি চ্যানেল এবং দুটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম।

আগেই সোনির সঙ্গে জি-এর যে চুক্তি হওয়ার কথা ছিল সেই চুক্তি ভেস্তে যায়। এই চুক্তি ভেস্তে যাওয়ার ফলে পরোক্ষভাবে উপকৃত হয় মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিস। অন্যদিকে এসবের মধ্যেই এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফ থেকে নতুন যে ডিল করা হচ্ছে তাতে রীতিমতো ঘুম উড়তে শুরু করেছে অ্যামাজন প্রাইম ভিডিও থেকে শুরু করে সোনি, জি সহ সেই সকল সংস্থা যারা ওটিটি পরিষেবা দিয়ে থাকে।

আসলে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে ওয়াল্ট ডিজনির (Walt Disney) সংযুক্তিকরণ নিয়ে যে কথা চলছিল সেই বিষয়টি একপ্ৰকার নিশ্চিত হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে সূত্র মারফৎ। সংযুক্তিকরণের বিষয়ে সবকিছু শেষের দিকে হওয়ার কারণে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি মুকেশ আম্বানি দেশবাসীকে এই বিষয়ে বড় খবর দেবেন। মনে করা হচ্ছে এই সংযুক্তিকরণ হলে তা হবে সবচেয়ে বড় সংযুক্তিকরণ।

আরও পড়ুন 👉 Mukesh Ambani: মুকেশ আম্বানির কাছে রয়েছে ৭টি এমন জিনিস, যা বিশ্বে আর কারো কাছে নেই

এর আগে আমরা মিডিয়া ইন্ডাস্ট্রিতে Star India এবং Viacom18-এর সংযুক্তিকরণ দেখেছি। এই দুই সংস্থার সংযুক্তিকরণের ফলে তাদের হাতেও ১০০ টির বেশি চ্যানেল রয়েছে এবং দুটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম রয়েছে। তবে তাদের পাশাপাশি রিলায়েন্সের সঙ্গে ওয়াল্ট ডিজনির সংযুক্তিকরণ মিডিয়া ইন্ডাস্ট্রিতে আলাদা মাত্রা এনে দেবে বলেই মনে করা হচ্ছে। এক্ষেত্রে নতুন এই সংযুক্তিকরণের ফলে মুকেশ আম্বানির সংস্থার শেয়ার ৫১ শতাংশ পার করতে পারে বলে মনে করা হচ্ছে।

মুকেশ আম্বানির সংস্থার শেয়ার ৫১ শতাংশ পার করার পাশাপাশি ডিজনির শেয়ার থাকতে পারে ৪০ শতাংশ। বাকি ৭ থেকে ৯ শতাংশ শেয়ার থাকতে পারে উদয় শঙ্কর এবং জেমস মারডকের বোধি ট্রি সিস্টেমের। বিপুল শেয়ারের জন্য রিলায়েন্সের তরফ থেকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করবে বলেই জানা যাচ্ছে। এর পাশাপাশি এই সংযুক্তিকরণ হলে বিনোদন জগতে আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে মনে করা হচ্ছে।