BSNL News: BSNL এর নতুন চমক, ঘোষণা হতেই চিন্তায় মাথায় হাত মুকেশ আম্বানির

Prosun Kanti Das

Published on:

Advertisements

BSNL News: কথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। তেমনি সময় শুরু হতে চলেছে Jio ও BSNL-এর মধ্যে। সাম্প্রতিক এক নতুন খবর ঘোষণা করেছে BSNL। আর সেই ঘোষণা হতেই রাতারাতি চিন্তায় ঘুম উড়েছে জিও রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির। কি ঘোষণা করল বিএসএনএল (BSNL News)? গ্রাহকদের জন্য কোন চমক আনতে চলেছে সংস্থা?

Advertisements

প্রসঙ্গত টেলিকম দুনিয়ার সংস্থাগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় সংস্থা হল জিও রিলায়েন্স। যে সংস্থা গ্রাহকদের চাহিদা অনুযায়ী সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্যাক এনে একচেটিয়া রাজত্ব চালাচ্ছিল। এয়ারটেল, ভিআই সমস্ত টেলিকম সংস্থার সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শীর্ষস্থানে ছিল জিও। তবে ধীরে ধীরে রিচার্জের দাম বৃদ্ধি করায় অনেকেই বিএসএনএলের দিকে আগ্রহ দেখাচ্ছে। ফলে চলতি বছরেই ব্যবসায় মন্দা দেখা দিয়েছে জিওর। আর এই পরিস্থিতিতেই বিএসএনএলের এক নতুন খবরে (BSNL News) রাতারাতি পতন ঘটেছে জিও সংস্থায়। অন্যদিকে রকেট গতিতে উত্থা ঘটেছে বিএসএনএলের। যা চিন্তায় ফেলেছে আম্বানিকে। বিষয়টি ঠিক কি?

Advertisements

আরো পড়ুন: ওটিপি নিয়ে বিরাট আপডেট! এবার নতুন নিয়মে আসবে ওটিপি, কবে থেকে কার্যকরী হবে জানাল TRAI

সাম্প্রতিক সংসদ মহল থেকে বিএসএনএল সম্পর্কে এক দুর্দান্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি জানিয়েছেন ভারতীয় গ্রাহকের রাশ টানতে ২০২২-এর সেপ্টেম্বর মাসে ৪জি পরিষেবা চালু করেছে বিএসএনএল। ইতিমধ্যে সারাদেশ জুড়ে বিএসএনএল ফোরজি নেটওয়ার্ক বেশ ভালই মজবুত হয়েছে। ৫০ হাজারের বেশি সাইট চালু করা হয়েছে ৪জি নেটওয়ার্কের। বর্তমানে এখনো প্রায় ৪০ হাজারের বেশি সাইট চলছে।

Advertisements

আরো পড়ুন: TRAI এর নির্দেশে নতুন বছর থেকে চালু হতে চলেছে নয়া নিয়ম

এর পাশাপাশি তিনি এও জানান যে বর্তমানে বিএসএনএলে চলছে দ্রুত গতিতে ফাইভ-জি নেটওয়ার্কের কাজ। আসন্ন নতুন বছর অর্থাৎ ২০২৫ সালে সারা ভারত জুড়ে ৫জি পরিষেবা আনতে চলেছে বিএসএনএল (BSNL News)। উদাহরণস্বরূপ তৎক্ষণাৎ বিএসএনএলের ৫জি নেটওয়ার্কের মাধ্যমে ভিডিও কল করে দেখান কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী। আর এই খবর শুনেই মাথায় হাত জিও সংস্থার কর্ণধর আম্বানির।

যত দিন যাচ্ছে ততই উন্নতি হচ্ছে ভারতে। আর এই আত্মনির্ভর ভারতের উন্নতিতে আরো একধাপ অগ্রসর হতে চলেছে বিএসএনএল (BSNL News)। সম্প্রতি গত দুই মাসেই BSNL-এ যোগ হয়েছে নতুন ৬৫ লক্ষ গ্রাহক। ফলস্বরূপ বর্তমানে জিও, এয়ারটেলকে সাশ্রয়ী টারিফে টেক্কা দিচ্ছে BSNL। পাশাপাশি গ্রাহকদের দুর্দান্ত পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি চ্যাটবট। তবে এই নতুন পরিষেবা চালু হলে বিএসএনএলে আরো কতটা উন্নতি হয় সেটাই দেখার।

Advertisements