২৪ ঘন্টায় এলন মাস্ককে ১০ গোল দিলেন মুকেশ আম্বানি! কামালেন এত টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের ধনী শিল্পপতিদের তালিকা দেখলে ভিমরি খেতে হয় তাদের ধনসম্পত্তি দেখে। এই সকল ধনী শিল্পপতিদের তালিকায় বিশ্বের সবার উপরে রয়েছেন এলন মাস্ক (Elon musk) আর ভারত এবং এশিয়ায় সবার উপরে রয়েছেন মুকেশ আম্বানি। তবে এই তালিকায় হঠাৎ বিশাল রদবদল ঘটে গেল। মাত্র ২৪ ঘন্টায় কিভাবে এই বড় রদবরদল ঘটতে পারে তা প্রমাণ করে দেখালেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি।

Advertisements

মাত্র ২৪ ঘন্টায় ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি যে পরিমাণ অর্থ কামিয়েছেন তাতে তিনি বিশ্ব ধনকুবেরদের তালিকায় সবার উপরে থাকা এলন মাস্ককে রীতিমতো ১০ গোল দিয়েছেন। শুধু এলন মাস্ক নন, পাশাপাশি ১০ গোল খেয়েছেন ব্লুমবার্গ বিলিয়নিয়ারের ইনডেক্সে থাকা ৫০০ জন ধনকুবের। যাদের প্রত্যেকের থেকে তিনি বেশি কামিয়েছেন।

Advertisements

মুকেশ আম্বানির জন্য এমন লক্ষ্মী আগমনের বারটি হল লক্ষ্মীবার বৃহস্পতিবার। ঐদিন অর্থ কামানোর দিক দিয়ে মুকেশ আম্বানি ছিলেন বিশ্বের সমস্ত ধনী শিল্পপতিদের থেকে এগিয়ে। বৃহস্পতিবার মূলত এমন ঘটনা ঘটেছিল বিদেশের বাজার হ্রাস পাওয়ার কারণে। বিদেশের বাজার হ্রাস পাওয়ায় বিশ্বের অন্যান্য ধনকুবেরদের সম্পত্তি কমতে থাকে। তবে আবার রিলায়েন্সের স্টক ওই দিন হু হু করে বেড়ে যায়।

Advertisements

বিশ্ববাজার হ্রাস পাওয়া আর রিলায়েন্সের স্টকের দাম হু হু করে বেড়ে যাওয়ার ফলে বৃহস্পতিবার মুকেশ আম্বানি এক বিলিয়ন ডলারের চেয়েও বেশি কামিয়েছেন। অর্থাৎ ঐ দিনই তিনি তার সম্পত্তি এক বিলিয়ন ডলারের বেশি বৃদ্ধি করে ফেলেছেন। মুকেশ আম্বানির বৃহস্পতিবার যে পরিমাণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে তা বিশ্বের অন্যান্য কোন ধনকুবেরের বৃদ্ধি পায়নি। এমনকি এলন মাস্কও তার থেকে অনেক পিছিয়ে রয়েছেন।

পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে বৃহস্পতিবার মুকেশ আম্বানির মোট সম্পত্তি বেড়েছে ১.৫৭ বিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় ১৩ হাজার কোটি টাকা। এমনিতেই কয়েক দিন ধরেই মুকেশ আম্বানির মোট সম্পত্তি বৃদ্ধি পাচ্ছিল, এরপর আবার বৃহস্পতিবার এই লম্বা ঝাঁপের ফলে তার মোট সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৯০.৮ বিলিয়ন ডলার। এসবের পরিপ্রেক্ষিতে মুকেশ আম্বানি ২০২৩ সালেই তার সম্পত্তি বৃদ্ধি করলেন ৩.৬৬ বিলিয়ন ডলার।

Advertisements