Mukesh Ambani: একদিনে ১.২০ লক্ষ কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি! নতুন নজির আম্বানির

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে যে সকল ধনী শিল্পপতিরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তিনি ভারত এবং এশিয়ার সবচেয়ে ধনী শিল্পপতি হওয়ার পাশাপাশি বিশ্ব ধনী শিল্পপতিদের তালিকাতেও বড় স্থান অধিকার করে রয়েছেন। এবার এই শিল্পপতির ইন্ডাস্ট্রি রিলায়েন্স (Reliance Industry) একদিনে ১.২০ লক্ষ কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি করল।

Advertisements

একদিনে ১.২০ লক্ষ কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি করে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রি নতুন নজির তৈরি করল। এমন নজির তৈরি হয়েছে সোমবার। একদিন এই বিপুল পরিমাণ এই সম্পত্তি বৃদ্ধির ফলে সংস্থাটি ১৯ লক্ষ কোটি টাকার বেশি মার্কেট ভ্যালু তৈরি করেছে। প্রশ্ন হল কিভাবে মুকেশ আম্বানির সংস্থা এমন নজির তৈরি করল, কিভাবে একদিনে ১.২০ লক্ষ কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি করলো?

Advertisements

মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এমন প্রতিপত্তি বৃদ্ধি হয়েছে মূলত শেয়ার মার্কেটের দৌলতে। সোমবার এই সংস্থার শেয়ার রেকর্ড হারিয়ে বৃদ্ধি পায়। এরই ফলে মার্কেটে সংস্থার শেয়ার ১৯ লক্ষ কোটি টাকার বেশি ভ্যালু পার করেছে। শেয়ার মার্কেট সূত্রে জানা যাচ্ছে, এমন ভ্যালু বৃদ্ধি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার মার্কেটে ইতিহাসে সবচেয়ে বড় চমক।

Advertisements

আরও পড়ুন ? Mukesh Ambani: মুকেশ আম্বানির কাছে রয়েছে ৭টি এমন জিনিস, যা বিশ্বে আর কারো কাছে নেই

সোমবার একদিনে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ৭% এর বেশি বৃদ্ধি পায়। এমন বৃদ্ধি গত তিন বছরে সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে। এমন বৃদ্ধির ফলেই সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার একদিনে ১.২০ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। আবার দিনের ভিত্তিতে যদি ধরা হয়ে থাকে তাহলে সোমবার রিলায়েন্সের বিএসই শেয়ার সর্বাধিক মাত্রায় পৌঁছেছিল ২৯০৫ টাকায়। যদিও দুপুর ৩:৩০ মিনিটে যখন মার্কেট বন্ধ হয় তখন দাম ছিল ২৮৯০ টাকা।

জানুয়ারি মাসে ভারতের শেয়ার মার্কেটকে দুবার বড় বড় ধসের মুখোমুখি হতে হয়েছিল। যে দুবার এক হাজারের বেশি পয়েন্ট পতন হতে দেখা গিয়েছিল শেয়ার মার্কেটে। যদিও জানুয়ারি মাসে রিলায়েন্সের শেয়ার ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে যদি কেবলমাত্র গত সোমবারের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার সর্বাধিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। সোমবার রিলায়েন্সের শেয়ার এইভাবে বৃদ্ধি পাওয়ার ফলেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিস এবং মুকেশ আম্বানির ১.২০ লক্ষ কোটি টাকার শ্রীবৃদ্ধি হয়েছে।

Advertisements