Mukesh Ambani’s company Jio Brain has brought a new surprise to the AI world: বর্তমানে আমাদের ভারতবর্ষে যে কয়েকটি টেলিকম সংস্থা আছে তার মধ্যে অন্যতম একটি হলো জিও। বর্তমানে সস্তায় সাশ্রয়কারী টেলিকম সংস্থা হিসাবে জিও গ্রাহকদের কাছে অধিক জনপ্রিয়তা অর্জন করেছে। জিও -র সস্তা প্রিপেড, পোস্টপেড এবং ব্রডব্যান্ড পরিষেবা গুলির জন্য গ্রাহকরা অন্যান্য টেলিকম সংস্থার থেকেও জিওর প্রতি বেশি আকর্ষিত হয়েছেন বিগত কয়েক বছরের মধ্যে। বর্তমানে জিও ব্রেন (Jio Brain) জিও সংস্থার খ্যাতিকে আরো বৃদ্ধি করতে চলেছে।
এবার জিও কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ Artificial Intelligence এর জগতেও বড় প্রভাব বিস্তার করতে চলেছে। সম্প্রতি জিও লঞ্চ করেছে জিওর প্রথম AI প্ল্যাটফর্ম জিও ব্রেন (Jio Brain)। জিও ব্রেন আসলে একটি 5G ইন্টারনেট পরিষেবা যুক্ত ইন্টিগ্রেটেড মেশিন লার্নিং এবং Artificial Intelligence প্ল্যাটফর্ম। এই AI প্ল্যাটফর্ম এর মাধ্যমে বহু সংস্থা নানা ভাবে উপকৃত হবে। তবে জানা গেছে জিও -র লঞ্চ করা নতুন এই AI প্ল্যাটফর্মটি মূলত এন্টারপ্রাইজ গুলির জন্য কাজ করবে।
কোম্পানির ভাইস প্রেসিডেন্ট আয়ুশ ভাটনাগর LinkedIn এ সদ্য লঞ্চ হওয়া AI প্ল্যাটফর্ম জিও ব্রেন সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন। আয়ুশ ভাটনাগর এর মতে কোম্পানি বিগত ৩ বছর ধরে কঠোর পরিশ্রম করার পর এই AI প্ল্যাটফর্ম Jio Brain তৈরি করতে সক্ষম হয়েছে। তার বক্তব্য অনুসারে জানা গেছে এটি তৈরি করতে কয়েকশ ইঞ্জিনিয়ার নিজের দক্ষতায় কাজ করে গেছেন। তিনি জানান নবনির্মিত এই জিও ব্রেন (Jio Brain) হল ইন্ডাস্ট্রির প্রথম 5G ইন্টিগ্রেটেড মেশিন লার্নিং প্ল্যাটফর্ম।
রিলায়েন্স জিও সংস্থার দ্বারা নির্মিত জিও ব্রেন এর মাধ্যমে 5G ইন্টিগ্রেটেড সার্ভিস ব্যবহার করার সুবিধা পাবেন গ্রাহকরা। এটি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, টেলিকম নেটওয়ার্ক এবং IT সংস্থার সাথে সম্পর্ক যুক্ত শিল্প গুলিকে তাদের নিয়মিত ক্রিয়াকলাপে বিশেষ ভাবে সহায়তা করবে। জিও ব্রেন AI টুল এবং মেশিন লার্নিংকে আরো ভালো ভাবে ব্যবহার করতেও সাহায্য করবে। এই Jio Brain সমস্ত কোম্পানি গুলিকে ভালো ভাবে বুঝিয়ে দেবে কিভাবে তাদের নির্দিষ্ট কাজের জন্য AI টুল ব্যবহার করতে হয়।
এখানেই শেষ হয়, জিও ব্রেন (Jio Brain) একটি বড় ল্যাঙ্গুয়েজ মডেল সার্ভিস সরবরাহ করবে। এই ল্যাঙ্গুয়েজ মডেল সার্ভিস এর দ্বারা বিভিন্ন ইন্ডাস্ট্রিজের কোম্পানি গুলি জেনারেটিভ AI এর সুবিধা সহজ ভাবে গ্রহণ করতে পারবে। জিও ব্রেন এর ৫০০ টি REST API এর সাথে ডেটা API এর সুবিধা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। যার সাহায্যে AI ব্যবহারকারী সমস্ত কোম্পানি গুলি তাদের প্রয়োজন অনুযায়ী মেশিন লার্নিং পরিষেবাকে গ্রহণ করতে পারবে। শুধু এই পরিষেবা গ্রহণই নয়, একে সহজেই কাস্টমাইজও করতে পারবে।