নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের কোপে ভারতের অন্যতম শিল্পপতি মুকেশ আম্বানির ধনী তালিকার নম্বর হু হু করে নামতে শুরু করেছে। আগে যেখানে তিনি বিশ্বের ধনীদের তালিকায় ছিলেন ৯ নম্বরে, এখন সেই তালিকা পৌঁছে গেছে একেবারে ১৭ তে। তবে তিনি এখনও বিশ্বের সেরা ১০০ ধনী তালিকার মধ্যে প্রথম ভারতীয় হিসেবে নিজের স্থান দখল করে রেখেছেন।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে ২১ দিনের জন্য জারি হয়েছে লকডাউন। আর এই লকডাউনের কারণে বিগত দুই মাসের হিসাব ধরলে এই শিল্পপতির ক্ষতি হয়েছে ১৫ লক্ষ কোটি টাকা। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির বর্তমান সম্পত্তি দাঁড়িয়েছে ৩৭ লক্ষ কোটি টাকা। তবে শুধু মুকেশ আম্বানি নন, ক্ষতির সম্মুখীন ভারতের আরও তিন বড় শিল্পপতি। আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানির লোকসানের পরিমাণ ৫ লক্ষ কোটি টাকা, এইচসিএল টেকনোলজিসের মালিক শিব নাদারের লোকসান হয়েছে ৪ লক্ষ কোটি টাকা ও কোটাক গ্রুপের মালিক গৌতম কোটাক ৩ লক্ষ কোটি টাকার লোকসানের সম্মুখিন।
এছাড়াও জানা গেছে গত দু’মাসে ভারতীয় শেয়ার মার্কেটে ২৫% লোকসান হয়েছে। হুরুন রিপোর্ট ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর আনাস রহমান জানিয়েছেন, “ভারতে যে সকল বড় সংস্থার শেয়ার রয়েছে সেগুলির মূল্য কমেছে ২৬ শতাংশ। পাশাপাশি মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম অনেকটা কমে গেছে। ভারতীয় মুদ্রার দাম কমেছে ৫.২ শতাংশ।”
তবে শুধু মুকেশ আম্বানি নন, বিশ্বের আরও বড় বড় শিল্পপতিরাও বর্তমানে লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখিন। কিন্তু তা সত্ত্বেও মুকেশ আম্বানি দেশের বিপত্তির সময় বিপুল পরিমাণ অর্থ ও সাহায্য ভান্ডার নিয়ে দেশের পাশে এসে দাঁড়িয়েছেন। আর মুকেশ আম্বানির এই অবদানকে কুর্নিশ জানিয়েছেন দেশের আমজনতারা।