Advertisements

গাড়িতে রং হতে পারে কত খরচ, মুকেশ আম্বানিকে না দেখলে বিশ্বাস হবে না

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ সময় ধরে দেশ তথা মহাদেশ এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি হিসেবে নিজের জায়গা করে রেখেছেন। একাধিকবার দেশের ধনীদের ব্যক্তিদের তালিকায় শীর্ষে থাকতে দেখা গিয়েছে তাকে। এহেন ব্যক্তিটি হলেন মুকেশ আম্বানি। হাজার হাজার কোটি টাকার মালিকের জীবনে যে কোটি কোটি টাকার শখ থাকবে, তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে গাড়ি রং করাতেই কোটি কোটি টাকা খরচ করতে পারেন এই ধনকুবের তা একপ্রকার অবিশ্বাস্য।

Advertisements

মুকেশ আম্বানি তার পছন্দের গাড়িতে পছন্দের রং করার জন্য খরচ করে ফেলেছেন এক কোটি টাকা। বিষয়টি অনেকেই গল্পের মত মনে করলেও এই ঘটনায় ঘটেছে। রিলায়েন্স সাম্রাজ্যের অধিপতি মুকেশ আম্বানির এমন কর্মকাণ্ড এখন দেশে আলাদা করে চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisements

মুকেশ আম্বানির মতো ধনকুবেরদের গ্যারেজে বিভিন্ন নামিদামি গাড়ি রাখা থাকবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এই সকল নামিদামি গাড়ির মধ্যে চলতি বছর মুকেশ আম্বানির গ্যারেজে এসেছে রোলস রয়েস কালিনান সুপার লাক্সারি এসইউভি। এই গাড়িটি এখন তার গ্যারেজে থাকা অন্যান্য গাড়িদের থেকে নজর কাড়ছে।

Advertisements

ভারতে রোলস রয়েস কালিনান সুপার লাক্সারি এসইউভি গাড়িটির দাম ৬.৮ কোটি টাকা। তবে অনেকেই রয়েছেন যারা এই গাড়ি নেওয়ার সময় কাস্টমাইজেশন চান। অর্থাৎ নিজেদের পছন্দমত গাড়িতে একাধিক পরিবর্তন আনতে চান। গাড়িতে এই সকল একাধিক পরিবর্তন আনার পরিপ্রেক্ষিতে গাড়ির দাম বেড়ে যায়। ঠিক সেই রকমই মুকেশ আম্বানির গাড়িটি গ্যারেজে আনার আগে কাস্টমাইজেশন করান এবং তার দাম যে অনেক বাড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই।

জানা যাচ্ছে, কাস্টমাইজেশন করার পর মুকেশ আম্বানির জন্য এই গাড়িটির দাম হয় ১৩.১৪ কোটি টাকা। হিসাব অনুযায়ী গাড়ির দাম দাঁড়ায় ডবল। যার মধ্যে গাড়িটির রং করাতেই খরচ করা হয় এক কোটি টাকা। এছাড়াও গাড়িটির নম্বর ০০০১ নেওয়ার জন্য খরচ করা হয়েছে চার লক্ষ টাকা। যদিও জানা যাচ্ছে এই নম্বর নেওয়ার জন্য মোট খরচ করতে হয়েছে ১২ লক্ষ টাকা।

Advertisements