নিজস্ব প্রতিবেদন : ছোটবেলায় যে ধারাবাহিক দেখার জন্য স্কুল পড়ুয়ারা স্কুল যেতে চাইতেন না, অভিভাবকদের বকুনি, অভিভাবকদের অভিযোগের পর অবশেষে সেই ধারাবাহিকের সম্প্রচারের সময়সূচী বদলে করা হয় রবিবার, সেই ধারাবাহিকের সুপারহিরোকে এবার দেখা যাবে বড় পর্দায়। হ্যাঁ, যে ধারাবাহিক আর যে সুপারহিরোর কথা বলা হচ্ছে তিনি হলেন ৯০ দশকের নস্টালজিয়া শক্তিমান। এই সুপারহিরোকে নিয়ে সিনেমা তৈরি করার কথা স্বয়ং জানিয়েছেন মুকেশ খান্না।
পণ্ডিত গঙ্গধর বিদ্যাধর মায়াধর ওংকারনাথ শাস্ত্রীকে নিয়ে সিনেমা তৈরি করার কথা জানিয়ে শুক্রবার তার সোশ্যাল হ্যান্ডেলে মুকেশ খান্না লিখেছেন, “এখন বিশ্বকে জানানোর সময় হয়ে গেছে যে দ্বিতীয়বারের জন্য শক্তিমান ফিরে আসছে। হ্যাঁ, শক্তিমানের বন্ধুরা। আমি অফিশিয়ালি জানাচ্ছি যে, শক্তিমান-২ নিয়ে আসছি তাও আবার সিনেমায়, OTT প্লাটফর্মে নয়। ট্রিলজি হিসাবে তিনটি সিনেমা আনা হচ্ছে।”
Ab baat Duniya ko batane layak ho gai hai ki Shaktimaan Dobara अवतरित ho raha hai. Ji haan Shaktimaan ke Doston , Ab Officially ye bata raha hoon ki Main Shaktimaan 2 le kar aa raha hoon. Wo bhi TV channel ya OTT par naheen, balki Trilogy, 3 Films ke roop me Bade parde par.
— Mukesh Khanna (@actmukeshkhanna) October 2, 2020
এর পাশাপাশি তিনি এটাও জানান যে, “ধীরে ধীরে আমি সমস্ত ডিটেল সামনে আনবো। তবে এখন এটুকু জানাতে পারি যে এই বৃহৎ আকারের পরিকল্পনার জন্য বড় প্রোডাকশন হাউসের সাথে আমি হাত মিলিয়েছি। এটাই বলতে পারি যে যা তৈরি হবে তা কৃষ, রাবণের থেকেও বড় হবে।”
Details dheere dheere hum disclose karenge. Filhaal itna bata sakta hoon Ek bahut bade Production House ke saath maine haath milaya hai is Himalayan task ko Anjaam dene ke liye. Kah sakta hoon, jo kuch Banega Wo Krish Ravan se bada hoga. Aur ye Shaktimaan ke liye jayez bhi hai
— Mukesh Khanna (@actmukeshkhanna) October 2, 2020
শক্তিমান এমন এক চরিত্র যে চরিত্রকে ভারতের প্রথম সুপারহিরো হিসাবে অভিহিত করা হয়ে থাকে। আর এই সুপারহিরোকে আবার ফিরিয়ে আনতে পাড়ায় অভিভূত মুকেশ খান্না। মুকেশ খান্নার কথা অনুযায়ী গত পাঁচ বছর ধরে তিনি এই সুপারহিরোকে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। আর অবশেষে সেই প্রচেষ্টা সফল হতে চলায় তিনি অভিভূত। আর এই প্রচেষ্টা সফল হলে ভারতীয়রা আবার ৯০ দশকের সেই সুপারহিরোকে দেখতে পাবেন বিশ দশকের বেশি সময় পর।
শক্তিমান ধারাবাহিক ভারতের প্রথম সম্প্রচারিত হয়েছিল ১৯৯৭ সালের ১৩ই ডিসেম্বর। তারপর থেকে সাত বছরের বেশি সময় ধরে এই সিরিয়াল চলার পর ২০০৫ সালে তা বন্ধ হয়ে যায়। আর এরপর আবার ভারতের প্রথম সুপারহিরো শক্তিমান বড় পর্দায় ফিরে আসা নিয়ে বর্তমান প্রজন্মের কাছে নানান কৌতূহল শুরু হয়েছে। তবে মুকেশ খান্না এখনো স্পষ্ট করে জানান নিজে কবে শক্তিমান, গীতা বিশ্বাস, কিলবিশের মত চরিত্রগুলিকে আবার দেখা যাবে অথবা এদের চরিত্রে কারা অভিনয় করবেন।