Advertisements

ফের ভুলভাল, মুকুল রায়ের মন্তব্য ঘিরে বঙ্গ রাজনীতিতে জল্পনা

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই কৃষ্ণনগরে দাঁড়িয়ে অসংলগ্ন মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা মুকুল রায়। বিজেপির এই বিধায়ক বর্তমানে তৃণমূলের সদস্য হলেও বারংবার বিজেপিকে এগিয়ে রেখেছিলেন তার মন্তব্যে। যে ঘটনার পর শোরগোল পড়ে যায় এবং রাজনীতিতে। অবশ্য এই মন্তব্য নিয়ে তার ছেলে শুভ্রাংশু রায় সাফাই দিয়ে জানিয়ে ছিলেন, মুকুল রায়ের শারীরিক ও মানসিক অবস্থা ঠিক নেই। তবে আবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটলো।

Advertisements

শুক্রবার তৃণমূল নেতা মুকুল রায় বিধানসভায় দাঁড়িয়ে বলেন, “কৃষ্ণনগর উত্তরে তিনি যদি ফের বিজেপির হয়ে দাঁড়ান তাহলে জিতবেন। তবে তৃণমূলের হয়ে দাঁড়ালে কি হবে তা মানুষ ঠিক করবেন।” আর আবারও এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হচ্ছে, বারংবার মুকুল রায়ের এমন অসংলগ্ন মন্তব্যের পিছনে কোন রাজনৈতিক কৌশল রয়েছে কিনা।

Advertisements

বিধানসভায় এদিন মুকুল রায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে যোগ দিতে এলে তাকে প্রশ্ন করা হয়, কৃষ্ণনগর উত্তরে তো আপনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। সেখানে কি আবার প্রার্থী হলে জিততে পারবেন? এই প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, ‘হ্যাঁ’। এরপরেই প্রশ্ন উঠে আসে তাহলে কি আপনি তৃণমূলের হয়ে দাঁড়াবেন? সেই প্রশ্ন শুনে মুকুল রায় বলেন, “না, বিজেপি-র হয়ে দাঁড়ালে জিতব৷ তৃণমূলের হয়ে দাঁড়ালে কী হবে তখন সেটা মানুষ সিদ্ধান্ত নেবেন৷”

Advertisements

তবে শুধু প্রার্থী হওয়া নিয়েই নয়, এর পাশাপাশি তিনি এদিন স্পষ্ট করেই জানান, আজ বিধানসভায় যে পিএসসি-র বৈঠক ছিল সেই বৈঠকে তিনি বিজেপির হয়েই বৈঠক করেছেন। এর পরিপ্রেক্ষিতে তার দাবি, তিনি বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে ছিলেন। সেখান থেকেই বিধায়ক হয়েছেন এবং বিজেপির বিধায়ক হিসেবে অধ্যক্ষ তাকে পিএসসি-র চেয়ারম্যান পদে নিয়োগ করেছেন।

Advertisements