নিজস্ব প্রতিবেদন : বিজেপি নেতা মুকুল রায়ের রবিবার বীরভূমের একটি অনুকুল ঠাকুর আশ্রমে আগমনকে ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে। কারণ এদিন এই অনুকুল ঠাকুর আশ্রমে মুকুল রায়ের সাথে দেখা যায় বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থককে। পাশাপাশি যে অনুকুল ঠাকুর আশ্রমে এদিন মুকুল রায় এসেছিলেন সেই আশ্রম তৃণমূল নেতা পরিচালিত। যদিও মুকুলবাবু এবং ওই তৃণমূল ব্লক সভাপতি সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়েছেন নিতান্তই ব্যক্তিগত সম্পর্ক এবং আশ্রম দেখতে আসার কথা জানিয়ে।
রবিবার মুকুল রায় বীরভূমের নলহাটির দু’নম্বর ব্লক সভাপতি বিভাস অধিকারি পরিচালিত কৃষ্ণপুরের নবহিমাইত অনুকুল ঠাকুর আশ্রমে সরাসরি কলকাতা থেকে আসেন। তারপর আশ্রম পরিদর্শন করেন এবং দীর্ঘক্ষণ মুকুল রায় বিভাস অধিকারীর সাথে কথা বলেন। যার পরে দুপুরে খাওয়া দাওয়ার পর পুনরায় সরাসরি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।
কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মুকুল রায় জানান, “অনুকুল ঠাকুরের প্রতি শ্রদ্ধা এবং মানুষের প্রতি ভালোবাসার জন্য আমি এখানে এসেছি। এখানে কোন রাজনৈতিক অভিসন্ধি নেই।” তৃণমূলের বেশ কিছু কর্মী-সমর্থকদের মুকুল রায়ের সাথে দেখা করতে আসার বিষয়ে মুকুল রায় জানান, “দেখা করলে কিছু করার নেই। ব্যক্তিগত সম্পর্কের জন্য কেউ দেখা করতে আসতেই পারে, বহু লোক আসে। বহু জায়গায় যায় সেখানেও আসে। বিগত লোকসভা নির্বাচনে বিজেপি ৪০ শতাংশের বেশি ভোট পেয়েছে। একি শুধু বিজেপির ভোটে সম্ভব! ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি খুব ভালো ফল করবে।”
প্রসঙ্গত এর আগেও এই অনুকুল ঠাকুর আশ্রমে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়কে আসতে দেখা গিয়েছিল। এরপর আবার নতুন করে মুকুল রায়ের আগমন। যার পরেই জল্পনা আরও বাড়ছে। যদিও মুকুল রায় জানান, “কেউ যদি ভালো কাজ করে তাহলেই কি ধরে নিতে হবে সেই বিজেপির দিকে যাচ্ছে!” অন্যদিকে তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারি জানিয়েছেন, “রাজনীতির জন্য কি ব্যক্তিগত সম্পর্ক শেষ হয়ে যাবে? এটা তো হতে পারে না। মুকুল বাবুর সাথে আমার এবং আমাদের দীর্ঘদিনের ভালো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।”