‘কিছু মনে থাকছিল না’, শেষমেষ মুকুল রায়ের মাথায় বসানো হলো ‘চিপ’

নিজস্ব প্রতিবেদন : প্রবীণ রাজনীতিক, বিজেপি বিধায়ক তথা তৃণমূল নেতা মুকুল রায় (Mukul Roy) গত কয়েক মাস ধরেই সবকিছু ভুলে যাচ্ছিলেন। তার কথাবার্তায় লক্ষ্য করা যাচ্ছিল অসংলগ্নতা। প্রকাশ্যে মন্তব্য করার সময় তিনি এমন সব কথাবার্তা বলছিলেন যেগুলি নিয়ে তৈরি হচ্ছিল হাসির খোরাক।

বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার পরেও একাধিকবার তাকে প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায়, ‘তৃণমূল গো হারা হারবে, বিজেপি জিতবে।’ আবার কিছুক্ষণের মধ্যেই সেই মন্তব্য সংশোধন করতেও দেখা গিয়েছে তাকে। এর পাশাপাশি বিভিন্ন সময় তাকে মন্তব্য করতে দেখা গিয়েছে, ‘ঠিকই তো বললাম। যেই বিজেপি, সেই তৃণমূল’। ইত্যাদি।

এই সকল মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার ছেলে শুভ্রাংশু রায় (Subhranshu Roy) বারবার দাবি করেছিলেন, তার বাবার শারীরিক পরিস্থিতি ভালো নেই। সোডিয়াম পটাশিয়ামের অভাব রয়েছে শরীরে। এবার সেই তৃণমূল নেতা মুকুল রায়ের মাথায় অস্ত্রোপচার করা হলো। অস্ত্রোপচার করার পর তার মাথায় একটি চিপ বসানো হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।

স্নায়ুর সমস্যা এবং মস্তিষ্কে জল জমে যাওয়ার কারণে গত বৃহস্পতিবার কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, মস্তিষ্কে অস্ত্রোপচার করার পর এখন তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। যদিও ঠিক কবে তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে তা সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি।

অন্যদিকে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা ভালো থাকার খবর পাওয়া গেলেও বর্ষিয়ান এই রাজনীতিক ঠিকঠাক খাওয়া দাওয়া করছেন কিনা অথবা ঠিকঠাক কথাবার্তা বলছেন কিনা তা সম্পর্কে কিছু জানা যায়নি পরিবার অথবা হাসপাতাল সূত্রে। যদিও জানা গিয়েছে এখনো কয়েকদিন তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।