নিজস্ব প্রতিবেদন : ‘উপনির্বাচনে হেরে যাবে তৃণমূল’। তৃণমূল নেতা মুকুল রায়ের এমনই বিস্ফোরক মন্তব্য ঘিরে বঙ্গ রাজনীতিকে ফের শোরগোল শুরু হয়েছে। বিরোধীদের বাদ দিয়ে খোদ দলের নেতার এহেন মন্তব্য শুক্রবার আলোড়ন পড়ে যায়।
এদিন মুকুল রায় কৃষ্ণনগর পৌরসভায় গিয়েছিলেন সাংগঠনিক কাজে। বিধানসভা নির্বাচনের পর বিজেপির এই বিধায়ক তৃণমূলে যোগ দিলেও খাতায়-কলমে এখনো তিনি বিজেপি বিধায়ক। আর তারই এ দিনের ভবিষ্যৎবাণী ‘উপনির্বাচনে তৃণমূল হারবে এবং বিজেপি জিতবে।’
কৃষ্ণনগর পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হলে মুকুল রায়কে সাংবাদিকরা প্রশ্ন করেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছে? প্রশ্ন শুনে মুকুল রায় জানতে চান কারণ কি? প্রশ্ন করা সাংবাদিক বলেন, উপনির্বাচনের ব্যাপারে। উপনির্বাচন হওয়া প্রয়োজন।
এই প্রশ্ন শুনেই মুকুল রায় বলেন, “দেখা যাক উপনির্বাচন হোক এবং উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি, তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে এবং তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে এবং এখানে, কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি তার স্বমহিমায় প্রতিষ্ঠা করবে। নিজের জায়গায় নিজের অবস্থানে নিজেকে প্রতিষ্ঠা করবে। তৃণমূল কংগ্রেস হেরে যাবে এখানে।”
মুকুল রায়ের এহেন মন্তব্য পেশ করার সময় একাধিকবার তার পাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল নেতাকর্মীরা তাকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু মুকুল রায় ওই সকল তৃণমূল কর্মীদের কথায় কোনরকম কর্ণপাত না করে নিজের ছন্দে গান গেয়ে যাচ্ছিলেন। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে বলেন, “তৃণমূল কংগ্রেস হেরে যাবে মানে তৃণমূল কংগ্রেস নিজস্ব ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করবে।” এর পরেই পাশে থেকে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘তার মানে বিজেপি হেরে যাবে বলতে চাইছেন?’
মুকুল রায় তখন বলেন, “নিঃসন্দেহে। নিঃসন্দেহে। বিজেপির অস্তিত্ব থাকবে না।