ফুল পরিবর্তনের জল্পনার মাঝে মুখ খুললেন বিজেপি নেতা মুকুল রায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে রাজনীতির চাণক্য মুকুল রায়কে প্রথম থেকেই লক্ষ্য করা যায় চুপ থাকতে। এরপর আবার দল তাকে প্রার্থী করে তোলায় নিজের কেন্দ্রে মনোযোগ দেন তিনি। আর সেই কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জীবনে প্রথমবার জয় হাসিলও করেন। তবে তার ক্ষেত্রে ইতিহাস তৈরী হলেও বঙ্গ বিজেপির ভরাডুবি লক্ষ্য করা যায়। আর এই পরিস্থিতিতে একবারের জন্যও টু শব্দ টুকু করতে দেখা যায় না মুকুল রায়কে। তাকে ঘিরে তৈরি হয় জল্পনা।

Advertisements

আর এই জল্পনা আরও উস্কে দেয় শুক্রবার বিধানসভায় শপথ গ্রহণের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি মন্তব্য। যেখানে তিনি বলেন, ‘অপেক্ষা করুন, যা বলার পরে বলবো। সবাইকে ডেকে বলবো।’ আর এই মন্তব্যের পরেই জল্পনা আরও ঘনীভূত হয়। অনেকের মধ্যে প্রশ্ন জাগতে শুরু করে তাহলে কি মুকুল রায় ফের একবার ফুল পরিবর্তন করতে চলেছেন? মুকুল রায়ের এই ফুল পরিবর্তনের জল্পনার মাঝেই অবশেষে তিনি নিজেই মুখ খুললেন।

Advertisements

মুকুল রায় স্বয়ং শনিবার এই সকল জল্পনা ইতি টেনে একটি টুইট করেন। যেখানে তিনি লেখেন, “বিজেপির সৈনিক হিসেবেই এই রাজ্যে গণতন্ত্রকে পুনর্বহাল করার লড়াই জারি রাখবো আমি। সকলের কাছে অনুরোধ, তাঁরা সব সাজানো গল্প ও জল্পনা যেন দূরে সরিয়ে রাখেন। আমি আমার রাজনৈতিক পথে সংকল্পবদ্ধ।”

Advertisements

[aaroporuntag]
অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রীয় বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নামেই সায় দিয়েছে। আর এরপরেও একটি প্রশ্ন থেকেই যাচ্ছে তাহলে আগামী দিনে মুকুল রায়ের ভূমিকা কি হবে? কারণ একুশের বিধানসভা নির্বাচনে তাকে নিজের কেন্দ্র ছাড়া অন্য কোথাও প্রচারে দেখা যায়নি। দলের অন্দরে অনেকটাই গুরুত্ব কমে যায় তার। প্রশ্ন উঠছে তাহলে কি নির্বাচনে ভরাডুবির পর মুকুল রায়কে পুনরায় রাজ্যের কোন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে?

Advertisements