Mumbai Cricket Association: এবার গুজরাটকে টক্কর দেবে মুম্বাই, নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ছাপিয়ে যেতে পারে এমসিএর নতুন পরিকল্পনা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Mumbai Cricket Association: এবার গুজরাটকে টক্কর দেবে মুম্বাই, নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ছাপিয়ে যেতে পারে এমসিএর নতুন পরিকল্পনা। ভারত তথা বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম গুজরাটের আমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এই স্টেডিয়ামটিতে ১ লক্ষ ৩২ হাজার আসন সংরক্ষিত রয়েছে। ২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ১ লক্ষ ৩০ হাজার দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখেছিলেন। বিশ্বের দরবারে তৈরি হয়েছিল নতুন রেকর্ড। কিন্তু এবার বোধহয় সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করার সময় এসে গেছে। সেই পথেই এগোচ্ছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (Mumbai Cricket Association)। এমসিএ নতুন পরিকল্পনার মাধ্যমে সরাসরি টক্কর দিতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে।

Advertisements

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Mumbai Cricket Association) পক্ষ থেকে নতুন একটি স্টেডিয়াম তৈরি করার ঘোষণা করা হয়েছে। নতুন স্টেডিয়ামটির জন্য ইতিমধ্যে মুম্বাইয়ের খানেতে ৫০ একর জমি নির্ধারণ করা হয়েছে এমসিএর পক্ষ থেকে। নতুন এই স্টেডিয়ামটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে মাত্র ৬৮ কিলোমিটার দূরে অবস্থিত। মুল থানে শহর থেকে ২৬ কিলোমিটার দূরে আমানে নামক একটি গ্রাম আছে। সেই গ্রামেই তৈরি হতে চলেছে নতুন স্টেডিয়ামটি। ইতিমধ্যে জমি অধিগ্রহণের জন্য কাগজপত্র জমা দেওয়া হয়ে গেছে। অপেক্ষা শুধু মহারাষ্ট্র সরকারের অনুমতি পাবার। অনুমতি পেলেই জোর কদমে শুরু হবে স্টেডিয়াম তৈরির কাজ।

Advertisements

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Mumbai Cricket Association) প্রাক্তন সভাপতি অমল কালে। কিছুদিন আগে আমেরিকায় টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দেখতে গিয়ে প্রয়াত হন তিনি। একসময় তিনি স্বপ্ন দেখেছিলেন মুম্বাইয়ে এই নতুন স্টেডিয়ামটি তৈরি করার। তিনি হয়তো আজ নেই। দেশের বিশ্বজয় দেখা তার হয়নি। কিন্তু তার স্বপ্ন হয়তো এবার সফলতা পেতে চলেছে। খুব শীঘ্রই তৈরি হতে চলেছে তার স্বপ্নের স্টেডিয়াম। শুধু তিনি নন, মহারাষ্ট্রের উপমূখ্যমন্ত্রী স্বয়ং এই স্টেডিয়ামের প্রয়োজনীয়তা অনুভব করছেন। কিছুদিন আগেই আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন মুম্বাইতে এক লক্ষেরও বেশি আসন যুক্ত একটি স্টেডিয়ামের খুবই প্রয়োজন।

Advertisements

আরো পড়ুন: ধোনি, শচীন না সৌরভ! কার বউ কত টাকার মালিক! কে সবচেয়ে বেশি বড়লোক

আমেরিকা টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় ধ্বজা উড়িয়ে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। দেশে ফেরার পর তাদের রাজকীয় অভ্যর্থনা জানিয়েছে গোটা দেশ। অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে। এরপর মুম্বাইয়ের শিবসেনা দলের নেতা আদিত্য ঠাকরে বিসিসিআই এর কাছে একটি আবেদন জানান। তিনি বলেন ভারতে যদি বিশ্বকাপ আয়োজিত হয় তাহলে তার ফাইনাল ম্যাচটা যেন মুম্বাই শহরে আয়োজন করা হয়। বিসিসিআই সেই মুহূর্তে এই আবেদন একেবারে উড়িয়ে দেয়। আর তারপরেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্টেডিয়াম তৈরির সিদ্ধান্তটা প্রায় পাকাপাকি করে ফেলা হয়েছে। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামটিকে সরাসরি টক্কর দিতে চলেছে এমসিএ (Mumbai Cricket Association) পরিকল্পিত নতুন স্টেডিয়ামটি।

বর্তমানে মুম্বাই শহরে তিনটি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। স্টেডিয়ামগুলি হলো ওয়াংখেড়ে স্টেডিয়াম, ডি ওয়াই পাটিল স্টেডিয়াম এবং ব্রেবোর্ন স্টেডিয়াম। এর কোনোটাতেই ১ লক্ষ দর্শক আসনের ব্যবস্থা নেই। একটি স্টেডিয়াম তো দূরের কথা, তিনটি স্টেডিয়াম মিলিয়েও ১ লক্ষ দর্শক আসনের ব্যবস্থা করতে পারবে না মুম্বাই সরকার। আর সেই জন্যই নতুন স্টেডিয়ামটির প্রয়োজনীয়তা ভীষণভাবে অনুভব করা যাচ্ছে। এমসিএ (Mumbai Cricket Association) পরিকল্পিত নতুন স্টেডিয়ামটি ১ লক্ষেরও বেশি দর্শক আসন নিয়ে তৈরি হতে চলেছে। নতুন স্টেডিয়ামটি তৈরি হলে মুম্বাইয়ের সমস্ত স্টেডিয়ামের রেকর্ড অনায়াসে ভেঙে ফেলা যাবে। ভারতে অবস্থিত নরেন্দ্র মোদীর স্টেডিয়াম বিশ্বের দরবারে জায়গা করে নিয়েছে। এবার হয়তো ভারতেরই আরেকটি স্টেডিয়াম একই ক্যাটাগরিতে জায়গা পেতে চলেছে বিশ্বের দরবারে।

Advertisements