নিজস্ব প্রতিবেদন : নিজের ব্যবসার প্রতিপত্তি বৃদ্ধি করে গৌতম আদানি এখন দেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন। ভারতের পাশাপাশি তিনি এখন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। তার এইভাবে কোটি কোটি টাকার সম্পত্তি বৃদ্ধি পাওয়ার ফলে অনেকেই নানান কটাক্ষ করে থাকেন। আর এরাই এবার বস্তিবাসীদের উন্নয়নের জন্য হাত লাগাতে চলেছেন। অবশ্য এই কাজ লাভের জন্যই করছে আদানি গোষ্ঠী।
এশিয়ার বৃহত্তম বস্তি হল মুম্বাইয়ের ধারাভি। এই বস্তি পুনর্গঠন করার জন্য তিনি হাতে লাগাতে চলেছেন। এই ধারাভি বস্তি পুনর্গঠনের জন্য ৫০৬৯ কোটি টাকার বিনিময়ে বরাত পেয়েছে আদানি গোষ্ঠীর সংস্থা। এই বিষয়ে এবার মহারাষ্ট্র সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে গৌতম আদানীর সংস্থা।
এর পাশাপাশি জানা যাচ্ছে এশিয়ার বৃহত্তম এই বস্তি ধারাভির পুনর্গঠনের জন্য বিশেষ একটি সংস্থা তৈরি করা হবে। স্পেশ্যাল পারপস ভেহিকল বা এসপিভি, যা কেবলমাত্র এই প্রকল্পের কাজ দেখভালের দায়িত্বে থাকবে। এই প্রকল্পের বরাত নিতে আদানি গোষ্ঠী ছাড়াও ডিএলএফ এবং নামন গোষ্ঠীও অংশগ্রহণ করেছিল।
‘মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি’ কমিশনার তথা ‘ধারাভি রিডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর সিইও এসভিআর জানিয়েছেন, ‘‘এই প্রকল্পে আদানি গোষ্ঠী ৫০৬৯ কোটি টাকা বিডের মাধ্যমে পেয়েছে। ডিএলএফ বিড দিয়েছিল ২০২৫ কোটি টাকার। নামান গোষ্ঠীর বিড খোলা হয়নি কারণ দরপত্র পূরণে পদ্ধতিগত ত্রুটি থাকায় তা বিবেচনাধীন ছিল না।’’
এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য মোট খরচ হবে ২০ হাজার কোটি টাকা। দরপত্র নেওয়ার জন্য শর্ত ছিল যে সংস্থা সবচেয়ে বেশি দর দেবে সেই সংস্থাকে বরাত দেওয়া হবে। সেই অনুযায়ী আদানি গোষ্ঠী সর্বোচ্চ দর দেওয়ার ফলে তাদের হাতেই এই পুনর্গঠনের কাজ তুলে দেওয়া হয়।