Vande Bharat Express : করমন্ডলের দুর্ঘটনা, উদ্বোধনই হল না এই নতুন রুটের মিনি বন্দে ভারতের

Vande Bharat Express : ট্রেন যাত্রীদের জন্য সুখবর দিয়েছিল রেল। তিন জুন উদ্বোধন করার কথা ছিল একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের। পর্যটক এবং ট্রেন যাত্রীদের দাবি মেনে গোয়া মুম্বাই এর মধ্যে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালানোর কথা ছিল। যার ফলে আরও কাছাকাছি চলে আসতো গোয়া এবং মুম্বাই। তবে কপালের ফের। বাতিল হয়ে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান।

ভারতীয় রেলের ইতিহাসে এক অন্ধকার কালো দিন হয়ে থাকল দুই জুন। চেন্নাইকেগামী করমন্ডল এক্সপ্রেস বীভৎস দুর্ঘটনার কবলে। যেখানে কয়েক শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। হাজারের কাছাকাছি সংখ্যার মানুষজন আহত হয়েছেন গুরুতর ভাবে। ওড়িশার বালেশ্বর এর কাছে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়েছে। দুর্ঘটনার ভয়াবহতা এতটা, যে ট্রেনের ইঞ্জিন উঠে গিয়েছে পাশের লাইনে থাকা মালগাড়িতে। এমন পরিস্থিতিতে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছিল, ৩ জুন উদ্বোধন হতে পারে মুম্বাই গোয়া বন্দে ভারত এক্সপ্রেসের। উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। উপস্থিত থাকার কথা ছিল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। কিন্তু ভয়াবহ এই দুর্ঘটনার জেরে করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে রয়েছেন রেলমন্ত্রী। দুর্ঘটনার ভয়াবহতা এতটা, যে সেখানে বিশেষ চপারে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি সেখানে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। স্বাভাবিকভাবেই, ভারতীয় রেলের এমন একটি কালো দিনে স্বাভাবিকভাবেই বাতিল করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান।

উল্লেখ্য, নতুন বন্দে ভারত চালুর ফলে গোয়া-মুম্বই ভ্রমণে সময় লাগবে আরও কম। বন্দে ভারতে মুম্বই থেকে গোয়া যেতে সময় লাগবে 7.30 ঘণ্টা। বর্তমানে ট্রেনে মুম্বই থেকে গোয়ার মাদগাঁও পৌঁছাতে 8 ঘণ্টার বেশি সময় লাগে। এই রুটে তেজস এক্সপ্রেস গোয়া থেকে মুম্বই পৌঁছতে প্রায় 8.20 ঘন্টা সময় নেয়। এটিই ছিল এই রুটের দ্রুততম ট্রেন। এবার দ্রুততম ট্রেন হতে চলেছে বন্দে ভারত। অন্যদিকে, বিশেষ বিষয় হল এই বন্দে ভারতে 16 কোচের পরিবর্তে থাকবে 8টি কোচ।

ঠিক কখন মুম্বই-গোয়া বন্দে ভারত এক্সপ্রেস ছাড়তে চলেছে তা এখনও রেলের তরফে স্পষ্ট করা হয়নি। তবে জল্পনা মোতাবেক ট্রেনটি ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে ভোর 5টা বেজে 25 মিনিটে ছেড়ে দুপুর 1 টা বেজে 15 মিনিটে মাদগাঁও পৌঁছাতে পারে। মনে করা হচ্ছে, মুম্বই-গোয়া বন্দে ভারত ট্রেনে 10টি স্টপেজ থাকতে পারে। ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে ছাড়ার পর মাদগাঁও পৌঁছনোর আগে ট্রেনটি স্টপেজ দিতে পারে দাদার, থানে, পানভেল, রোহা, খেদ, রত্নাগিরি, কানকাভলি ও থিভিম স্টেশনে। তবে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ায়, ফের কবে মুম্বাই গোয়া বন্দে ভারতের চাকা গড়াবে, তার জন্য তাকিয়ে থাকতে হবে রেলের নতুন ঘোষণার দিকে।