Advertisements

দুবছর আগের পুরাতন মামলায় গ্রেপ্তার রিপাবলিক টিভি প্রধান অর্ণব গোস্বামী

Madhab Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : বুধবার সাতসকালে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হন রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী। ইতিমধ্যেই টিআরপি স্ক্যান্ডেল নিয়ে রিপাবলিক টিভির সাথে মহারাষ্ট্র সরকারের আইনি লড়াই চলছে। তবে এর মাঝেই অর্ণব গোস্বামী গ্রেপ্তার মায়ানগরীতে শোরগোল ফেলে দেয়। অর্ণব গোস্বামীর এমন গ্রেপ্তারের প্রতিবাদে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও স্মৃতি ইরানি থেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিন্তু কেন অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করা হলো?

Advertisements

Advertisements

রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৫৩ বছরের এক ইন্টেরিয়র ডিজাইনারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার। আর এই অভিযোগের পরেই এদিন সকালে আলিবাগ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ২০১৮ সালে ৫৩ বছর বয়সী ইন্টেরিয়র ডিজাইনার অন্বয় নাইক ও তাঁর মা কুমুদ নাইক আত্মহত্যা করেন। আর এই আত্মহত্যার সময় সুইসাইড নোটে অর্ণব গোস্বামী সহ ফিরোজ শেখ ও নীতেশ সারদা নামে দুজনের নাম রয়েছে। অন্বয় নাইক এদের বিরুদ্ধে ৫ কোটি ৪০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছিলেন। অর্থাৎ দুই বছর আগের পুরাতন মামলায় বুধবার গ্রেপ্তার হলেন রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী।

Advertisements

অন্বয়ের মৃত্যুর পর এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার পরিপ্রেক্ষিতে একটি মামলা রুজু হয়। যদিও সেই মামলার দায়িত্বে থাকা রায়গড় পুলিশ ২০১৯ সালে তা বন্ধ করে দেয়। কিন্তু এরপর ২০২০ সালের মে মাসে অন্বয়ের মেয়ে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের কাছে অভিযোগ করেন এই মামলায় পুলিশ ঠিকঠাক তদন্ত করেন নি। পাশাপাশি তিনি অভিযোগ করেন রিপাবলিক টিভি টাকা না দেওয়ায় আলিবাগ থানাও ঠিকমতো তদন্ত করে নি। এর পরেই মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দেন।

আর এই গ্রেপ্তারীর প্রতিবাদে ইতিমধ্যেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর ও স্মৃতি ইরানি ঘটনার নিন্দা করার পাশাপাশি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত একটি ভিডিও পোস্ট করে রীতিমতো মুম্বই সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, “এইভাবে কতজনের মুখ আপনারা বন্ধ করবেন। একজনের আওয়াজ বন্ধ হলে অনেকে আওয়াজ তুলবে।”

Advertisements