Must visit Talberiya Dam once If visit Purulia: ভারতের লাল মাটির জেলাগুলির মধ্যে অন্যতম পুরুলিয়া, ঋতু পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নিজের রূপ পাল্টায় এই জেলা। ভ্রমণ পিপাসু পর্যটকদের ভ্রমণ তালিকায় পুরুলিয়ার নাম থাকবেই। ২-১ দিনের ছুটি কাটাতে অনেকেই আসেন এখানে। এই এলাকায় পর্যটকদের ভিড় জামার কারণও আছে। পুরুলিয়া জেলা জুড়ে চারিদিকে রয়েছে একাধিক পর্যটন কেন্দ্র। আকর্ষণীয় মনোরম দৃশ্য পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে। পুরুলিয়ার একাধিক পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র হলো একটি ড্যাম (Talberiya Dam)।
ড্যামটির নাম তালবেড়িয়া ড্যাম (Talberiya Dam)। জলাশয়টি পুরুলিয়া ও বাঁকুড়া জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। বাম আমলে অর্থাৎ রাজ্যে সিপিআইএম এর শাসন কালে তৈরি করা হয়েছিল এই জলাশয়টি। মূলত চাষের কাজের সুবিধার্থেই তৈরি করা হয় এই ড্যামটি, ড্যামটি তৈরি হওয়ার ফলে চাষিরা যথেষ্ট উপকৃত হন। তালবেড়িয়া ড্যামের সৌন্দর্য আপনার মন কেড়ে নিতে বাধ্য। চাষাবাদে সুবিধার কারণে সৃষ্টি হয়েছে বলেই যে শুধু চাষের কাজেই ব্যবহৃত হবে তা কিন্তু নয়, এই ড্যামের চারিদিকের মনোরম পরিবেশ অনেক পর্যটকের আকর্ষণের কারণ।
এখনতো রীতিমত পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এই তালবেড়িয়া ড্যামকে (Talberiya Dam) ঘিরে। মোটামুটি সারা বছরই মানুষের ঢল নামতে দেখা যায় এই জলাশয়টিকে ঘিরে। এর ফলে রাজ্যের পর্যটন শিল্প যেমন উন্নত হয়েছে, তেমনই রুটি রোজগারের ব্যবস্থাও হয়েছে বহু মানুষের। তারবেড়িয়া ড্যামে নৌকা বিহারের ব্যবস্থাও রয়েছে। এমন সুন্দর মনোরম পরিবেশে নৌকা বিহার করতে আগ্রহী বহু পর্যটক। এর ফলে সেখানকার স্থায়ী বাসিন্দাদের আয়ের একটা অন্য দিক খুলে গেছে। স্থানীয় বাসিন্দারা নিজেদের স্থায়ী পেশা হিসেবে বেছে নিয়েছেন এই সমস্ত কাজ।
আরও পড়ুন ? Marble Lake: ঘুরে আসুন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, রয়েছে হাতের কাছে পুরুলিয়াতেই
সারি সারি শাল বন আর পাহাড়ে ঘেরা তালবেড়িয়া ড্যাম (Talberiya Dam)। শীতকালে পিকনিক করার উদ্দেশ্যে বহু পর্যটক এখানে এসে ভিড় জমান। এছাড়াও অনেক সময় বিকেলের দিকে ড্যাম সংলগ্ন এলাকার মূল পরিবেশের মনোরম শোভা উপভোগ করতেও আসেন বহু পর্যটক। কিছুদিন ধরে রাজ্যে প্রচন্ড দাবদাহ চলার পর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে কয়েকদিন। তারপরে আবহাওয়া একটু হলেও ঠান্ডা হয়েছে। আবহাওয়ার তাপমাত্রা কমতেই আবারও ড্যামের চারিদিকে ভিড় জমতে শুরু করেছে পর্যটকদের। বিকেল দিকে এই জলাশয়ের পাশে বসে উপভোগ করতে করতে সূর্যের অস্ত যাওয়া দেখতে ভালোবাসে অনেকেই। পর্যটকরা তো এই ড্যামের প্রশংসায় পঞ্চমুখ। পরিবারের সাথে ঘুরতে এসে এইখানে সময় কাটাতে ভালো লাগে প্রত্যেকের।
তালবেড়িয়া ড্যামটিকে (Talberiya Dam) ঘিরে যারা ব্যবসা-বাণিজ্য করছেন, তাদের মতে সারা বছরই পর্যটকদের কম বেশি ভিড় থাকে এই এলাকায়। নৌকা বিহারের আগ্রহ রয়েছে পর্যটকদের মধ্যে। গত ৩ বছর ধরে তালবেড়িয়া ড্যামে নৌকা বিহারের ব্যবস্থা চালু হয়েছে। আর ৩ বছরেই এর চাহিদা তুঙ্গে উঠে যায়। ভ্রমণ পিপাসু পর্যটকদের পছন্দের তালিকায় সব সময় থাকে পুরুলিয়া জেলা। বছরের বিভিন্ন সময় ছোটখাটো ছুটি কাটাতে হলে, তাদের প্রথম পছন্দ পুরুলিয়া। এই জেলার অন্তর্গত তালবেড়িয়া ড্যাম এখন আলাদাই আকর্ষণ তৈরি করেছে পর্যটকদের মধ্যে। এছাড়াও পাহাড়ে ঘেরা এই লাল মাটির জেলায় রয়েছে আরো অনেক পর্যটনকেন্দ্র।