My Kolkata App: কলকাতার দর্শনীয় স্থান ঘুরতে চান! মুশকিল আসান করবে নতুন অ্যাপ

Kolkata Municipality has developed a new application: বর্তমানে কলকাতা নতুনভাবে সেজে উঠছে। যত দিন যাচ্ছে মহানগরী কলকাতা আধুনিক প্রযুক্তি অবলম্বন করছে। কলকাতা এবং লাগোয়া নিউ টাউনে গত কয়েক বছরে ইকো পার্ক, মাদার্স ওয়াক্স মিউজিয়াম, ঝুলন্ত রেস্তরাঁ, আলিপুর মিউজিয়ামের মতো বেশ কয়েকটি নিত্য নতুন দর্শনীয় স্থান গড়ে উঠেছে। কিন্তু আপনি কি জানেন কোন দর্শনীয় স্থান সপ্তাহের কোন দিন বন্ধ আর কোন কোন দিন খোলা, ক’টা পর্যন্ত সে সব জায়গায় প্রবেশের অনুমতি- এই সব অজানা তথ্য পাওয়ার জন্যই হলো My Kolkata App ।

অনেকেই আছেন যাঁরা বাইরে থেকে শহরে আসেন, তাঁদের কাছে এই অ্যাপটির “My Kolkata App” গুরুত্ব অনেক। এই সব কারণে অনেকেই কিন্তু সঠিক দিন ও সঠিক সময়ে পৌঁছতে পারেন না সেই সব দর্শনীয় স্থানে। তাই সেসব সমস্যা মেটাতে এবার ‘মাই কলকাতা’ নামে নতুন একটি অ্যাপ আনতে চলেছে কলকাতা পুরসভা। আশা করা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে এ বছর দুর্গাপুজোর আগেই চালু হয়ে যাবে অ্যাপটি।

গত শনিবার ‘টক টু মেয়র’ -এ বেহালার একজন বাসিন্দা ফোনে বলেন যে, আলিপুর মিউজিয়ামটি কিন্তু সত্যিই অপূর্ব। এছাড়া যারা প্রবাসী বাঙালি ও ভ্রমণপিপাসু তাদের কথা মাথায় রেখে শহরের দর্শনীয় স্থানগুলো নিয়ে একটা সঙ্কলন হোক। তাই সাথে সাথেই ওই প্রস্তাব মেনে নেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন : বদলে যাবে শহরের চেহারা, ট্রাম নিয়ে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

তিনি স্বয়ং তথ্যপ্রযুক্তি বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহাকে অ্যাপটি (My Kolkata App) দ্রুত তৈরির নির্দেশ দেন। অ্যাপে কী থাকবে, বিস্তারিত সব তথ্য তা নিয়ে সন্দীপন এ দিনই পুরসভার তথ্যপ্রযুক্তি বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সূত্রের খবর, প্রবাসীদের কথা মাথায় রেখে ইংরেজি ও বাংলা, দু’টি ভাষাই থাকবে নতুন অ্যাপে।

কলকাতার পাশাপাশি লাগোয়া বিধাননগর ও নিউ টাউনের দর্শনীয় স্থানগুলোর বিস্তারিত তথ্য থাকবে এই অ্যাপে। এমন একটি কার্যকরী অ্যাপ যে চালু হচ্ছে, সেই ব্যাপারে রাজ্যের অন্যান্য জেলা, ভিন রাজ্য ও ভিন দেশের মানুষদের জানাতে কলকাতা বিমানবন্দর এবং হাওড়া-শিয়ালদহ-কলকাতা রেল স্টেশনে দেওয়া হবে বড় বড় ব্যানার।